
পরিবেশ উন্নয়ন ও স্বেচ্ছাসেবী সংস্থা এ্যাড ভিশন বাংলাদেশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৭ এপ্রিল সোমবার বিকেল ৪টায় নগরের কাতালগঞ্জ মিল্টন কনভেনশন সেন্টারে সংগঠনের মহানগর শাখার সভাপতি আলহাজ্ব সাজেদুল আলম চৌধুরী মিল্টনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের কৃতি সন্তান, সিমনী গ্রুপের কর্ণদ্বার, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী আলহাজ্ব লায়ন মোহাম্মদ ইমরান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আমজাদ হোসেন হাজারী,জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিব, বঙ্গবন্ধু প্রজন্মলীগ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মো : হাসান মুরাদ, দৈনিক স্বদেশ বিচিত্রার সিনিয়র রিপোর্টার স ম জিয়াউর রহমান, জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাজা,বাংলাবন্ধু যাত্রী কল্যাণ সংস্থার চেয়ারম্যান আ স ম আকতার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন মোহাম্মদ ইমরান বলেন, মাহে রমজান মাসে মানুষ আত্মশুদ্ধি হয়ে যেভাবেই জীবন পরিচালনা করেন সেভাবেই যদি মানুষ সারাজীবন চলতেন তাহলে বিশ্বটি আরও সুন্দর ও মনোরম হতো। আমাদের বাসযোগ্য পৃথিবী আমরাই নষ্ট করছি প্রতিনিয়ত। পরিবেশ উন্নয়ন ও রক্ষায় এ্যাড ভিশন বাংলাদেশের কর্মকান্ড বেশ প্রসংশিত। সংগঠনের সহ সভাপতি ও সাংবাদিক আমিনুল হক শাহিনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন এ্যাড ভিশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও পরিবেশবাদী সংগঠক মাসুদ রানা। বক্তব্য রাখেন, এম এ হাশেম, ইন্জিনিয়ার মোহাম্মদ এমরান, মোহাম্মদ মোস্তফা, মোহাম্মদ মুসা, মো সাইফুল ইসলাম, কেফায়েত উল্লাহ আরকান, এসডি রাজু।