
এ্যাডভিশন বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সংস্থা এর উদ্যোগে ১৮ জুলাই মঙ্গলবার চট্টগ্রাম আগ্রাবাদ বড়পুলস্থ কার্যালয়ে ডেঙ্গু বিষয়ক এক মত বিনিময় সভা সংগঠনের যুগ্ম সম্পাদক,সংগঠক, সাংবাদিক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় এ্যাডভিশন কেন্দ্রীয় কমিটির প্রথম সিনিয়র সহ-সভাপতি কবি ও প্রাবন্ধিক মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট সমাজকর্মী আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী জাহানারা আহম্মেদ।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সংগীত শিল্পী মাসুদ রানা।
এতে আরো বক্তব্য রাখেন সংগঠক মোঃ হাসান মুরাদ, সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম,কবি মোঃ আলমগীর হোসাইন, সংগীতশিল্পী জামাল উদ্দিন, আয়েশা সিদ্দিকা , সংগীত শিল্পী শিউলি আকতার, মোঃ আবদুল মান্নান রানা, মোঃ মোস্তফা, মোঃ ইউসুফ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রতিবছর জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এডিস মশা সারাদেশে সবচেয়ে বেশি বিস্তার লাভ করে। তিনি আরও বলেন, এই সময় জ্বর হলে সাধারন জ্বর ভেবে কেউ অবহেলা করবেন না। ডেঙ্গু জ্বর সাধারণত সপ্তাহখানেকের মধ্যেই সেরে যায়। পরিস্থিতি জটিল হলে সুস্থ হতে দুই-তিন সপ্তাহ পর্যন্ত লেগে যেতে পারে। শুরুতেই সচেতন হলে মৃত্যুঝুঁকি ও অন্যান্য জটিলতা এড়ানো সম্ভব।চট্টগ্রামে এর প্রকোপ বৃদ্ধি পাওয়া ও কর্তৃপক্ষ যথাযত ব্যবস্থা গ্রহন না করায় তিনি হতাশা ব্যক্ত করেন।তিনি আরও বলেন,আমাদের সবাইকে এ সময় বাড়ির আশপাশে পানি জমে এমন জায়গা ও বদ্ধ জলাশয় পরিষ্কার রাখতে হবে।
ফুলের টবে পানি জমতে দেওয়া যাবে না। অব্যবহৃত কৌটা, ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার ইত্যাদি সরিয়ে ফেলতে হবে। ডেঙ্গুর উপসর্গ দেখা দেওয়ার পরপরই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন,চট্টগ্রাম নগরী-আধুনিক নান্দনিক ও পরিচ্ছন্ন নগরী গড়তে সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি নাগরিক সচেতনতা অত্যন্ত জরুরী।
তিনি আরও বলেন,চট্টগ্রাম অপরূপ,বৈচিত্র্যময় নগরী হলেও নাগরিক সচেতনতাহীনতার কারণে ক্রমাগত এ নগরী বাসযোগ্যহীন হয়ে উঠছে।
তিনি এডভিশন বাংলাদেশ এর গত ১৫ বছর পরিবেশ উন্নয়নে, নানা জনসচেতনতা মুলক কর্মকান্ডের ক্ষেত্রে বিশেষ ভুমিকা রাখার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন,বিগত কয়েক বছরের চেয়ে ডেঙ্গু মারাত্মক আকার ধারন করেছে।
ডেঙ্গু প্রতিরোধে ও পরিবেশ সুরক্ষায় ও সংরক্ষণে সবাই কে সচেতন হতে হবে সাথে সাথে পরিবর্তন ঘটাতে হবে আমাদের মন ও মানসিকতার।
পরিবেশ রক্ষায় ও ডেঙ্গু প্রতিরোধে আরও বেশি প্রচার সহ সবাইকে সোচ্চার হতে হবে। একই সঙ্গে আইনের প্রয়োগ ও বাস্তবায়ন ঘটাতে হবে।
সভাপতি জনসচেতনতা মুলক সুন্দর আয়োজনের জন্য সংগঠনের প্রতিষ্ঠাতা মাসুদ রানা সহ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।