শনিবার - ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

এসএসসি পরীক্ষায় ১ হাজার ৫৮০ জন পরীক্ষার্থী অনুপস্থিত

শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় রসায়ন, পৌরনীতি ও নাগরিকতা, ব্যবসায় উদ্যোগ বিষয়ে ১ হাজার ৫৮০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। ২১৬টি কেন্দ্রে মোট ১ লাখ ৩৪ হাজার ৪০০ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ১ লাখ ৩২ হাজার ৮২০ জন পরীক্ষার্থী।
১৬ মে মঙ্গলবার দুপুরের দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর নারায়ন চন্দ্র নাথ। তিনি বলেন, চট্টগ্রামে ৯৩ হাজার ৭৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৯২ হাজার ৭৩৯ জন।
অনুপস্থিত ছিল ১ হাজার ৩৫ জন। কক্সবাজার জেলায় ২০ হাজার ৭৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ২০ হাজার ৪৫২ জন এবং অনুপস্থিত ছিল ২৯১ জন। রাঙামাটি জেলায় ৬ হাজার ৯৩৬ জনের মধ্যে অংশ নেয় ৬ হাজার ৮৬৬ জন। অনুপস্থিত ছিল ৭০ জন পরীক্ষার্থী। খাগড়াছড়ি জেলায় ৮ হাজার ২১৩ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৮ হাজার ৯৮ জন এবং অনুপস্থিত ছিল ১১৫ জন। বান্দরবান জেলায় ৪ হাজার ৭৩৪ জনের মধ্যে অংশ নেয় ৪ হাজার ৬৬৫ জন এবং অনুপস্থিত ছিল ৬৯ জন পরীক্ষার্থী।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn