মঙ্গলবার - ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

এলেঙ্গার নিরাপত্তায় যৌথ উদ্যোগ: পুলিশের সঙ্গে সাংবাদিক ও স্বেচ্ছাসেবক বাহিনী

এলেঙ্গার নিরাপত্তায় যৌথ উদ্যোগ: পুলিশের সঙ্গে সাংবাদিক ও স্বেচ্ছাসেবক বাহিনী

 

উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত টাঙ্গাইলের এলেঙ্গা বাসস্ট্যান্ড ও বাজার এলাকায় চুরি, ডাকাতি, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও নারী পাচারসহ নানা অপরাধের ঘটনা বেড়ে চলেছে। এসব অপরাধ দমনে এলেঙ্গা প্রেস ক্লাব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সরকারি শামসুল হক কলেজ শাখার বাংলাদেশ রোভার স্কাউটস ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা সম্মিলিতভাবে স্বেচ্ছাসেবী নিরাপত্তা টিম গঠনের উদ্যোগ নিয়েছেন।

এই উদ্যোগের আওতায় প্রতি রাতে ৫ জন সাংবাদিক, ১০ জন পুলিশ ও ১৫ জন নৈশ্যপ্রহরীর সমন্বয়ে একটি টহল দল গঠন করা হবে, যা এলেঙ্গার ব্যবসা প্রতিষ্ঠান, মার্কেট ও দোকানপাটের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে।

ব্যবসায়ী সমিতি ও পৌরসভার ব্যর্থতা

স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, এলেঙ্গা বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতি নামে কোটি কোটি টাকা চাঁদা আদায় করা হলেও, সেই অর্থ ব্যবসায়ীদের কল্যাণে ব্যয় করা হয় না। অভিযোগ রয়েছে, এই সমিতির কোনো বৈধ রেজিস্ট্রেশন বা নিয়মিত নির্বাচন নেই, ফলে এটি কার্যত একক নিয়ন্ত্রণাধীন এক ব্যবসায়ী গোষ্ঠীর হাতে চলে গেছে।

অন্যদিকে, এলেঙ্গা পৌরসভা ট্রেড লাইসেন্স ও ট্যাক্সের মাধ্যমে ব্যবসায়ীদের কাছ থেকে বিপুল পরিমাণ রাজস্ব আদায় করলেও, নিরাপত্তা নিশ্চিত করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। ফলে ব্যবসায়ীরা দিন দিন অনিরাপদ হয়ে পড়ছেন এবং ক্ষোভ বাড়ছে।

নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আহ্বান

এলাকার সচেতন মহল মনে করছেন, এলেঙ্গায় সুশৃঙ্খল ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা জরুরি। তাই পুলিশের পাশাপাশি সাংবাদিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সক্রিয় অংশগ্রহণ নিরাপত্তা জোরদারে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। এলেঙ্গাকে অপরাধমুক্ত করতে এ ধরনের উদ্যোগের সফল বাস্তবায়ন এখন সময়ের দাবি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn