এস.এম.ইউছুপের বড় ছেলে শাহেদ নিখোঁজ
উরকিরচর মোহাম্মদিয়া গাউছিয়া সুন্নিয়া মাদ্রাসার গভার্ণিং বডির সাবেক সভাপতি, রাউজানের ঐতিহ্যবাহি সামাজিক সংগঠন উরকিরচর জনতা সংঘের ভবন দাতা, বিশিষ্ট দানবীর আলহাজ্ব এস এম ইউছুপ (সি.আই.পি) সাহেবের বড় ছেলে তরুণ ব্যবসায়ী উদ্যোক্তা মোহাম্মদ শাহেদ হোসেন বাবু আজ বাদে মাগরিব নৌকা ডুবিতে নিখোঁজ হলে এখনো পাওয়া যায়নি।
তার সাথে নৌকায় থাকা মোহাম্মদ জাকিরের সাথে কথা বলে জানা যায় তারা বিকালে তাদের বাড়ির অদূরে নিজেদের প্রজেক্ট দেখতে গেলে আসার সময় উরকিরচর- পশ্চিম বাড়িঘোনার ব্রীজের সাথে পানির স্রোতে ধাক্কা খেলে নৌকা উল্টে গেলে সাথে থাকা ৪ জনই নদীতে পরে যায়। ৩ জন সাতার কেটে পাড়ে উঠতে পারলেও শাহেদ সাতার স্রোতের কারণে পানিতে তলিয়ে যায়। ঘটনার পর থেকে উরকিরচর ও বাড়িঘোনার দুই পাড়ের শত শত মানুষ ঘটনাস্থলে ছুটে আসে এবং নদীতে খুজতে শুরু করলেও এখনো কোন খবর পায়নি।
মহান আল্লাহপাক তাকে সুস্থ্য ও ছহিসালামতে রাখুন,আমিন।