বুধবার - ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি

এভারেস্ট জয়ের পরই মৃত্যু ! প্রাণ গেল পশ্চিমবঙ্গের রানাঘাটের সুব্রত ঘোষের

এভারেস্ট জয়ের পরই মৃত্যু ! প্রাণ গেল পশ্চিমবঙ্গের রানাঘাটের সুব্রত ঘোষের

 

রাতে এভারেস্ট জয়ের সুখবর। সকালে মৃত্যুর সংবাদ। মাউন্ট এভারেস্ট থেকে নামার সময় মৃত্যু ভারতের পশ্চিমবঙ্গের রানাঘাটের এভারেস্ট জয়ী সুব্রত ঘোষের। আরেক বাঙালি এভারেস্ট জয়ী রুম্পা দাস সুস্থ রয়েছেন। তিনি নিচে নামছেন বলেই খবর। পর্বতারোহী সুব্রত ঘোষ রানাঘাটের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। মাসেক খানেক আগে রানাঘাটের আরেক বাসিন্দা রুম্পা দাসের সঙ্গে এভারেস্ট জয়ের স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেন। বৃহস্পতিবার (১৫ মে) রাতে খবর আসে রানাঘাটের ২ পর্বতারোহীই বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করেছেন। সামাজিক মাধ্যমে শুভেচ্ছা বন‍্যা বইতে থাকে। কিন্তু সেই খুশি চিরস্থায়ী হল না। পাহাড়ের বুকেই মৃত্যুর কোলে ঢলে পড়েন সুব্রত। জানা গেছে, চূড়া জয়ের পর নামতে গিয়ে। বস ক‍্যাম্প ৪ এ অসুস্থ হয়ে পড়েন সুব্রত। একাধিক সমস্যার কারণে মৃত্যু হয় তাঁর। অপরদিকে সুব্রতের সঙ্গে  অভিযানে যাওয়া রানাঘাটের রুম্পা দাস অসুস্থ হয়ে পড়লেও। তিনি নিচে নামছেন বলে খবর পাওয়া গেছে। ৩ বছর পর ও চলতি বছরে প্রথম বাঙালি পর্বতারোহী হিসেবে এভারেস্টের চূড়া জয় করেন সুব্রত ও রুম্পা। এর আগে ২০২১ সালে এভারেস্ট জয়ের চেষ্টা করেছিলেন রুম্পা। অন্তরায় হয়ে দাঁড়ায় শারীরিক সমস্যা। সুব্রত ও আগে একবার গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। তা সত্বেও সব বাঁধা অতিক্রম করে অভিযানে যান তাঁরা। জয় ও আনে। তবে সুব্রত ফিরে আসা হল না। মৃত্যুর সংবাদ আসার পর শোকের ছায়া নেমে এসেছে গোটা রানাঘাটে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn