রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

এবার বাংলাদেশিদের জন‍্য আপাতত বন্ধ হল ডুয়ার্সের হোটেলের দরজা 

এবার বাংলাদেশিদের জন‍্য আপাতত বন্ধ হল ডুয়ার্সের হোটেলের দরজা

 

 

এবার বাংলাদেশিদের জন‍্য আপাতত বন্ধ হল ডুয়ার্সের হোটেলের দরজা। গত কয়েক মাস ধরে বাংলাদেশ উত্তপ্ত। ভারত সম্পর্কে একের পর এক আক্রমণাত্মক মন্তব্য করছে বাংলাদেশ। ভারতের জাতীয় পতাকা অবমাননার ঘটনা ও দেখা গিয়েছে। সেই সবকিছুকে সামনে রেখেই ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ডিস্ট্রিক হোটেল অ‍্যান্ড রিসর্ট ওনার্স অ‍্যাসোসিয়েশনের তরফ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। উত্তরবঙ্গের ডুয়ার্স পর্যটনের জন‍্য অতি জনপ্রিয় স্থান। শীতের মরশুমে পর্যটকদের ঢল নামে ডুয়ার্সে। হোটেল, হোম স্টেগুলিতে জায়গা পাওয়া যায় না। বাংলাদেশি পর্যটকরাও ডুয়ার্সের সৌন্দর্য উপভোগ করতে যান। কিন্তু এবার পরিবর্তিত পরিস্থিতিতে কোনও ভাবেই বাংলাদেশিদের ছাড় দেওয়া হচ্ছে না। বাংলাদেশিদের বয়কট করা হল। ওই দেশের নাগরিকরা ডুয়ার্সে গেলে থাকার জায়গা পাবেন না। হোটেল, হোম স্টেগুলির দরজা আপাতত তাদের জন্য বন্ধই রাখছে। শুক্রবার (১৩ ডিসেম্বর ) আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হোটেল অ‍্যান্ড রিসর্ট ওনার্স অ‍্যাসোসিয়েশনের তরফ থেকে এবিষয়ে বৈঠক হয়। সেখানে প্রায় সব হোটেল ও হোম স্টে মালিকরা উপস্থিত ছিলেন। সকলেই এই বিষয়ে একমত। বাংলাদেশের নাগরিকদের কাছে বার্তা দিতে চাইছেন ডুয়ার্সের হোটেল মালিকরা। দেশের জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে বাংলাদেশিদের বয়কট করা হচ্ছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn