
চট্টলা সার্ভিস প্রাইভেট লিমিটেড কর্তৃক গতকাল ২ সেপ্টেম্বর শনিবার বিকালে অফিসার্স ক্লাব চট্টগ্রামে সংবর্ধনা অনুষ্ঠানে এফবিসিসিআইর সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও চট্টগ্রামের কৃতি সন্তান মাহাবুবুল আলম বলেন, উন্নত ও আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জাতিরজনকের কন্যা শেখ হাসিনা দেশব্যাপী সড়ক-মহাসড়কে ধারাবাহিকভাবে অভূতপূর্ব উন্নয়ন করেছেন যার সুফল জনগণ ভোগ করছে।
ইতিমধ্যে পদ্মা সেতু, মেট্রোরেল, ঢাকা-চট্টগ্রাম উন্নয়ন ব্যবস্থার আধুনিকায়ন করা হয়েছে এবং এই উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।
তিনি আরো বলেন, বন্দরনগরী চট্টগ্রাম হলো বাংলাদেশের প্রবেশদ্বার ও দেশের অন্যতম প্রধান বাণিজ্য রাজধানী। এখানে ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি দেশী-বিদেশী লক্ষ লক্ষ পর্যটকের আগমন ঘটে। তাদের দ্রুততম সময়ে, স্বল্প খরচে, আধুনিক ও নিরাপদ যোগাযোগ পরিসেবা দেয়ার লক্ষ্যে চট্টলা সার্ভিস প্রাইভেট লিমিটেড কর্তৃক ট্যাক্সিক্যাব সেবার যে প্রকল্প গ্রহণ করা হয়েছে তা অত্যন্ত সময়োপযোগী একটি পদক্ষেপ বলে আমি মনে করি, কেননা বর্তমানে বৃহত্তর চট্টগ্রামে ট্যাক্সিক্যাবের কোনো পরিসেবা পরিলক্ষিত হয়নি। চট্টলা সার্ভিস প্রাইভেট লিমিটেড এর ট্যাক্সি ক্যাবের সেবামূলক এই প্রকল্পকে এফবিসিসিআই এর পক্ষ থেকে অভিনন্দন জানাই এবং উক্ত প্রকল্পকে এগিয়ে নিতে এফবিসিসিআই তাদের পাশে থাকবে বলে তিনি মত প্রকাশ করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টলা সার্ভিস প্রাইভেট লিমিটেড এর চেয়ারম্যান আলহাজ মোঃ আবদুল মান্নান। এম.ডি মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরোয়ার কামাল ,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার চট্টলা সার্ভিস প্রাইভেট লিমেটেড, মাহাবুবুল হক মিয়া ভারপ্রাপ্ত সভাপতি চট্টগ্রাম জেলা সড়ক পরিবহণ মালিক গ্রুপ, আবু বক্কর ছিদ্দিক ভারপ্রাপ্ত সভাপতি প্রাইম মুভার ট্রেইলার মালিক সমিতি, উপদেষ্টা ইনা সার্ভিস লিমিডেট, সাজেদুল ইসলাম চৌধুরী মিল্টন চট্টগ্রাম ডেকোরেশন মালিক সমিতি, বেলায়েত হোসেন বেলাল সভাপতি মেট্রোপলিটন বাস মালিক গ্রুপ, নূরুল ইসলাম সহ-সভাপতি চট্টগ্রাম জেলা মালিক গ্রুপ, সেকান্দর হোসেন চৌধুরী সাধারণ সম্পাদক রাঙ্গামাটি ট্রাক মালিক গ্রুপ, সেলিম, সভাপতি চট্টগ্রাম প্রাইম মোভার ট্রেইলার শ্রমিক ইউনিয়ন, কে এম মহিউদ্দিন সাধারণ সম্পাদক চট্টগ্রাম জেলা ট্রাক কভারভ্যান মালিক গ্রুপ, মোঃ ইলিয়াছ সভাপতি চট্টগ্রাম আন্তঃ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন, মোঃ ইউছপ ভূঁইয়া চট্টগ্রাম সড়ক পরিবহণ মালিক গ্রুপ, মোহাম্মদ খলিলুর রহমান সভাপতি চট্টগ্রাম সীতাকুণ্ড অটোটেম্পু শ্রমিক ইউনিয়ন মোঃ আনোয়ার হোসেনসহ উপস্থিত ছিলেন ডাইরেক্টর ও নেতৃবৃন্দ