শনিবার - ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২২শে রমজান, ১৪৪৬ হিজরি

এফবিআই প্রধান হয়েই ক্যাশ প্যাটেলের হুঁশিয়ারি

এফবিআই প্রধান হয়েই ক্যাশ প্যাটেলের হুঁশিয়ারি

 

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) প্রধান হিসেবে ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেলকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে দেশটির সিনেট। স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সিনেটে ক্যাশ প্যাটেলের মনোনয়ন চূড়ান্ত হয়েছে। খবর বিবিসি ও আল জাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, রিপাবলিকান-নিয়ন্ত্রিত সিনেট ৫১-৪৯ ভোটে ক্যাশ প্যাটেলকে এই পদে অনুমোদন দিয়েছে। এফবিআই প্রধান হিসেবে নির্বাচিত হওয়ার পরেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ক্যাশ প্যাটেল। সেইসঙ্গে দিয়েছেন হুঁশিয়ারি বার্তা।

ক্যাশ প্যাটেল এফবিআই সংস্থাকে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং ন্যায়বিচারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হিসেবে পুনর্গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন। প্রেসিডেন্ট ছাড়াও অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকেও ধন্যবাদ জানিয়েছেন প্যাটেল।

তিনি বলেছেন, এফবিআই-এর প্রতি জনগণের আস্থা তিনি ফিরিয়ে আনবেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্যাটেল লিখেছেন, আমি এফবিআই-এর নবম পরিচালক হিসেবে দায়িত্ব পাওয়ায় গর্বিত বোধ করছি। আমার প্রতি অটুট আস্থা রাখায় ও সমর্থন দেওয়ায় ধন্যবাদ প্রেসিডেন্ট ট্রাম্প এবং অ্যাটর্নি জেনারেল বন্ডি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn