শনিবার - ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

এন টি সি চা বাগানের ব্যবস্থাপক দেওয়ান বাহা উদ্দিন লিটনের মাতার দাফন সম্পন্ন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নে জগদীশপুর গ্রামের দেওয়ান বাড়ি নিবাসী এন টি সি চা বাগান ( ন্যাশনাল টি কোম্পানি ) এর ব্যবস্থাপক দেওয়ান বাহা উদ্দিন লিটন ও দেওয়ান নিজাম উদ্দিন মান্না মমতাময়ী মাতা এবং মরহুম দেওয়ান আশরাফ উদ্দিন আহমেদ এর সহধর্মিণী সৈয়দা রহিমা আক্তার (৮৫ ) জানাজা নামাজ সম্পন্ন হয়েছে।

গত শনিবার ( ৬ মে) বিকাল ৫ টায় সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে বার্ধক্য জনিত কারণে মৃত্যু বরণ করেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ) । মৃত্যু কালে তিনি ৪ ছেলে মধ্যে ৩ ছেলে , ৪ মেয়ে, নাত – নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন । মরহুমা সৈয়দা রহিমা আক্তার তরফ রাজ্য বিজয়ী সিপাহসালার ( মাদনী ) হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন (রহঃ) এর উওোসুরী বংশধর এবং সাদা মনের ধার্মিক নারী ছিলেন । ৭ মে সকাল ১১ টায় জগদীশপুর ভূমি অফিস সংলগ্ন জামে মসজিদের সামনে হাজারো মুসল্লীদের উপস্থিতিতে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ পরেন মাধবপুর উপজেলার মনতলা সুন্দাদিল হাফিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা কাজী আলা উদ্দিন। জানাজা নামাজ শেষে চারাভাঙ্গা সাহেব বাড়ী এলাকার হযরত মাওলানা সূফী খাজা সৈয়দ জুবায়েরুল হোসেন ( রহঃ) গাউছিয়া খায়েরিয়া দরবার শরীফের ভেতর পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয় ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn