
বিএনপিকে উদ্দেশ্যে করে সাবেক সিটি মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ‘আপনারা গণতন্ত্রে বিশ্বাস করেন না। আমরা উন্নয়নের মহাসাগরে আছি। আপনাদের ষড়যন্ত্র এ দেশে বাস্তবায়ন হবে না। যদি পরিবর্তন না হয়ে এসব করতে থাকেন, চট্টগ্রামে আপনাদের আর কোনো সভা-সমাবেশ করতে দেওয়া হবে না।’
বৃহস্পতিবার বিকেলে নগরীর লালদিঘীপাড় এলাকায় জেলা পরিষদ চত্বরে প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি। গত বুধবার (১৯ জুলাই) পদযাত্রা থেকে ফেরার পথে চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর নির্বাচনী কার্যালয়ে হামলায় চালায় বিএনপি নেতাকর্মীরা। এর প্রতিবাদে সমাবেশের আহ্বান করে মহানগর আওয়ামী লীগ। সমাবেশে নগর আওয়ামী লীগের নেতারা বক্তব্য রাখেন।
সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘এ হামলা ছিল পরিকল্পিত। আপনারা মহিলাদের উপর আঘাত করেছেন। যারা মহিলাদের আঘাত করে তারা মানুষ নয়। আপনাদের রূপ আমরা জানি। আপনারা আপনাদের পূর্ব পুরুষরা একাত্তরেও নারীদের উপর হামলা করেছেন। এ হামলার ধিক্কার জানাই। ঘৃণা জানাই।’
তিনি বলেন, ‘এতদিনতো আপনারা গর্তে ছিলেন। কার্যালয়ে মাছি উড়ত। রাজনৈতিক দল হিসেবে কর্মসূচি বাস্তবায়ন করতে দেওয়া হয়েছে। আর এখন আপনারা বিরাট শক্তিশালী হয়ে গেছেন।’