শনিবার - ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই শাবান, ১৪৪৬ হিজরি

এক সপ্তাহ পরেই নিষেধাজ্ঞা অমান‍্য করে চেম্বার খুলে বসেছেন ভূঁয়া দন্ত চিকিৎসক 

এক সপ্তাহ পরেই নিষেধাজ্ঞা অমান‍্য করে চেম্বার খুলে বসেছেন ভূঁয়া দন্ত চিকিৎসক

 

এক সপ্তাহ যেতে না যেতেই প্রশাসনের নিষেধাজ্ঞা অমান‍্য করে চেম্বার খুলে বসেছেন ভূঁয়া দন্ত চিকিৎসক হাবিবুর রহমান হাবিব। গত মঙ্গলবার সদর হাসপাতালের সামনে প্রশাসনের অভিযানে অনির্দিষ্টকালের জন‍্য বন্ধ করে দেয়া হয়েছিল এই চেম্বার। আজ মঙ্গলবার পুনরায় খুলে বসেছেন তিনি।

জানা যায়, সুনামগঞ্জ শহরের সদর হাসপাতালের সামনে সদ‍্য স্থাপন করা দন্ত চিকিৎসক হাবিবুর রহমান হাবিবের

চেম্বারে গত বুধবার দুপুরে ভ্রাম‍্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভুঁয়া চিকিৎসক প্রমাণিত হওয়ায় ১৫ (পনের) দিনের জেল, ১ লক্ষ টাকা জরিমানা ও অনির্দিষ্টকালের জন্য চেম্বার বন্ধ করা হয়। পরে বিশেষ বিবেচনা করে তাকে জেলে দেওয়া হয়নি।

অভিযান চলাকালে ভূঁয়া দন্ত চিকিৎসক হাবিবুর রহমান হাবিবকে চেম্বার পরিচানলায় জেলা প্রশাসক ও সিভিল সার্জনের অনুমতি না পাওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

ভূঁয়া দন্ত চিকিৎসক হাবিবুর রহমান হাবিবের দন্ত চেম্বার রয়েছে বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজারে, সদর উপজেলার মঙ্গলকাটা বাজারে, সুনামগঞ্জ শহরের উকিলপাড়ায় এবং সদর হাসপাতালের সামনে। ভূঁয়া দন্ত চিকিৎসক হাবিবুর রহমান হাবিবের ভুল চিকিৎসা প্রদানের বিষয়ে একাধিক অভিযোগের প্রেক্ষিতে সম্প্রতি স্থানীয় ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হয়েছে।

এই সংবাদ প্রকাশ করায় ভূঁয়া দন্ত চিকিৎসক হাবিবুর রহমান হাবিব জের হিসাবে বিসিএস ডাক্তার ও সংবাদকর্মীদের নজরে আসতে সদর হাসপাতালের সামনে এই দন্ত চেম্বার সাজিয়ে নির্বিঘ্নে ব‍্যবসা চালিয়ে যান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn