রবিবার - ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

একাধিক ছবি মুক্তির অপেক্ষায় জয়া

একাধিক ছবি মুক্তির অপেক্ষায় জয়া

 

জয়া আহসান। বরেণ্য অভিনেত্রী ও মডেল। ঈদুল ফিতর উপলক্ষে ২৮ মার্চ ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে জয়া অভিনীত নতুন সিরিজ ‘জিম্মি’। প্রথমবার ওটিটিতে ‘২ষ’ সিরিজে জয়া হাজির হয়েছিলেন অতিথি চরিত্রে, ডাইনিরূপে। জিম্মিতে এবার তাঁকে দেখা যায় রুনা লায়লা নামে সরকারি নিম্নপদস্থ এক কর্মচারীর ভূমিকায়। এ প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘জিম্মি’ একটি সামাজিক, হিউমারধর্মী ও বাস্তবসম্মত গল্প। এই গল্পে এমন কিছু বিষয় আছে, যা দর্শককে ভাবাবে। যদিও গল্পটি কোনো শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে তৈরি নয়। তবুও এতে কিছু ঘটনাপ্রবাহ আছে, যা দর্শককে সচেতন করবে এবং জীবন সম্পর্কে নতুনভাবে চিন্তা করতে উৎসাহিত করবে। সিরিজের গল্পে দেখা যাবে, রুনা লায়লা সরকারি নিম্নপদস্থ এক কর্মচারী। যে ১০ বছর ধরে কোনো প্রমোশন পায় না। স্বামী—স্ত্রীর টানাটানির সংসার। উচ্চাকাক্সক্ষী রুনা একদিন অফিসের স্টোররুমে বাক্সভর্তি টাকা পায়। হঠাৎ পাওয়া এই টাকা নিয়ে শুরু হয় টানাপোড়েন। শেষ পর্যন্ত লোভের কাছে জিম্মি হয়ে পড়ে সে। জয়া বলেন, নাটক, সিনেমা বা ওটিটি— যে কোনো গল্পেই চরিত্রের নাম অনেক গুরুত্বপূর্ণ একটি দিক, যা অনেকেই অবহেলা করেন। কিন্তু এই সিরিজের নির্মাতা আশফাক নিপুণ এটি নিয়ে চিন্তাভাবনা করেছেন এবং পরিচিত ও শক্তিশালী একটি নাম বেছে নিয়েছেন, যা আমার কাছে খুব ভালো লেগেছে।
নিজের অভিনীত সিনেমাগুলোর বিষয়ে জয়া বলেন, ভারতে ‘ডিয়ার মা’, ‘কালান্তর’, ‘ওসিডি’ করেছি। এসব সিনেমা মুক্তির বিষয়ে প্রযোজকরা বলতে পারবেন। আমি তো কাজ সম্পন্ন করে রেখেছি। এর মধ্যে ‘ডিয়ার মা’ হয়তো শিগগিরই আসবে। এ ছাড়া দেশে একাধিক ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।
নিজের ছাদবাগানের টাটকা সবজি ফেসবুকে দিয়ে যা লিখলেন জয়া
জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনয়ের বাইরেও তার প্রিয় কিছু বিষয় সামাজিক মাধ্যমে প্রকাশ করতে ভীষণ পছন্দ করেন। প্রিয় পোষ্য এবং তাদের ছাদবাগানের বিভিন্ন দৃশ্য ভক্ত—অনুরাগীদের জন্য তার ফেসবুকে শেয়ার করে থাকেন। এবার অভিনেত্রী তার ছাদবাগানের কিছু টাটকা সবজি সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার (৩ এপ্রিল) জয়া আহসান তার ছাদবাগানের সেই সবজির ছবি ফেসবুকে প্রকাশ করেছেন। এরপর অভিনেত্রী ক্যাপশন ইংরেজিতে লিখে জানিয়েছেন। যার অর্থ দাঁড়ায়— বাগান থেকে টাটকা সবজি সংগ্রহ করলাম। তার প্রকাশিত ছবিতে দেখা গেছে, দুই জাতের কুমড়া, পাকা মরিচ ও লাউ।
সামাজিক মাধ্যমে এ ছবি দেখে তার ভক্ত—অনুরাগীরা ভীষণ আনন্দিত। তার ছবির মন্তব্যগুলো দেখেই বোঝা যায়। ইমতু নামে এক নেটিজেন জয়ার এ সবজির প্রশংসা করে লিখেছেন— শুধু ফ্রেশ নয়, দেখতেও দারুণ। মো. ফয়সাল নামে আরেক নেটিজেন লিখেছেন— আপা আপনার ফার্ম হাউস কোথায়?
উল্লেখ্য, সম্প্রতি জয়া আহসান ভারতের পশ্চিমবঙ্গ থেকে ‘জয় ফিল্মফেয়ার গ্ল্্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডস ওয়েস্ট বেঙ্গল ২০২৫’—এ পুরস্কৃত হয়েছেন। সেখান থেকে তিনি ‘ট্র্যাডিশনাল কুইন অব দি ইয়ার’ পুরস্কার পেয়েছেন। এর আগে অভিনয়ের জন্য কলকাতার জয় ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিলেন জয়া আহসান।
অ্যাওয়ার্ড জয়ের পর সামাজিক মাধ্যমে জয়া লিখেছেন— এ বছর গ্ল্্যামার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডে ট্র্যাডিশনাল কুইন অব দি ইয়ার পুরস্কার পেয়ে আমি ভীষণ খুশি। এই স্বীকৃতির জন্য ফিল্মফেয়ারের পুরো টিমকে ধন্যবাদ। ফিল্মফেয়ার সবসময় আমাকে বিশেষ অনুভূতি দিয়েছে, এটি আমার দীর্ঘ যাত্রায় একটি নতুন সংযোজন হয়ে থাকবে।
এক যুগ পর একসঙ্গে শাকিব—জয়া
দেশের জনপ্রিয় নায়ক শাকিব খান। গত ঈদে তার অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমাগুলো নিয়ে ভক্তদের মধ্যে উচ্ছ্বাসও লক্ষ্য করা যাচ্ছে। দেশের আরেক জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বড়পর্দায় না থাকলেও ওটিটি মাধ্যমে তার অভিষেক ঘটেছে এই ঈদে। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ নামে একটি সিনেমায় দেখা গিয়েছিল এ দুই তারকাকে। এরপর আর একসঙ্গে কাজ করেননি তারা। দীর্ঘ এক যুগ পর আবারও পর্দা ভাগাভাগি করছেন এ দুই তারকাশিল্পী।
‘তান্ডব’ নামে নতুন একটি সিনেমায় দেখা যাবে তাদের। পরিচালনা করছেন রায়হান রাফি। ঈদের আগে সিনেমাটির শুটিংয়েও অংশ নিয়েছেন তারা। তবে এ সিনেমায় শাকিবের বিপরীতে জয়া অভিনয় না করলেও, তিনি সিনেমার প্রধান একটি নারী চরিত্রে থাকছেন, এমনটাই জানা গেছে। এক যুগ পর পর্দায় দর্শক আবারও দেখবেন শাকিব—জয়ার রসায়ন। নির্মাতা সুত্রে জানা যায়, সিনেমাটি ঈদুল আযহায় মুক্তির লক্ষ্যেই নির্মিত হতে যাচ্ছে।
এদিকে একসঙ্গে খুব বেশি কাজ না করলেও জয়া আহসান ও শাকিব খান দুজনেই এককভাবে ব্যস্ত ছিলেন কাজ নিয়ে। জয়া আহসান ঢাকার পাশাপাশি কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রিতেও কাজ করেন। সেখানকার সিনেমা নিয়ে তার ব্যস্ততা চোখে পড়ার মতো। দেশের প্রেক্ষাগৃহে গত বছর মুক্তি পেয়েছিল তার দুটি সিনেমা। এবারের ঈদে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় তার অভিনীত সিরিজ ‘জিম্মি’। এটি নির্মাণ করছেন আশফাক নিপুন। এ সিরিজ দিয়েই প্রথমবার প্রধান চরিত্র দিয়ে ওটিটিতে যাত্রা শুরু করলেন এ অভিনেত্রী। সব মিলিয়ে দারুন সময় কাটাচ্ছেন এ অভিনেত্রী।
এদিকে ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানও আলোচনা—সমালোচনার মধ্য দিয়ে সময় পার করছেন। বর্তমানে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে একমাত্র ব্যস্ত নায়ক তিনি। তাই তাকে নিয়েই আলোচনা—সমালোচনাও হয় বেশি। গত বছর তার অভিনীত তিনটি সিনেমা মুক্তি পায়। সিনেমাগুলো নিয়ে প্রশংসার পাশাপাশি প্রচুর সমালোচনা মাথা সইতে হয়েছে এ অভিনেতাকে। তবে এ নায়ক অনেকটা ঈদকেন্দ্রিক হয়ে গেছেন। গত বছর ঈদ ছাড়া তার অভিনীত ‘দরদ’ নামে একটি সিনেমা মুক্তি পেলেও সেটি সাফল্য পায়নি। সম্প্রতি ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাকিব অভিনীত দুটো সিনেমা ‘অন্তরাত্মা’ ও ‘বরবাদ’। সিনেমাদুটো নিয়ে নিজের সঙ্গেই নিজেকে লড়াই করতে হচ্ছে এ অভিনেতাকে। দুটো সিনেমাতেই তিনি সঙ্গী হিসাবে বেছে নিয়েছেন বিদেশি নায়িকা, যা গত কয়েকবছর ধরেই তার সিনেমায় দেখা যাচ্ছে। শাকিব এখন বিদেশি নায়িকাতেই মজেছেন এমন কথাও শোনা যায় মিডিয়া পাড়ায়। এবার তাই সিদ্ধান্ত বদলে ফের দেশের নায়িকাকেই মন দিলেন এ অভিনেতা। দেশের নায়িকাদের সঙ্গে শুরু করলেন ‘তান্ডব’।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn