
একাডেমি অফ আর্টস অ্যান্ড কালচার , কুচবিহারের পরিচালনায়, রিদম গ্রুপ প্রদর্শনীর শুভ সূচনা
আজ ৭ই এপ্রিল মঙ্গলবার, ঠিক বিকেল পাঁচটায়, বিড়লা একাডেমি অফ আর্টস অ্যান্ড কালচার গ্যালারীর চতুর্থ তলে, একাডেমি অফ আর্টস এন্ড কালচার কুচবিহারের পরিচালনায় এবং কর্ণধার শেখর রঞ্জন দত্ত উদ্যোগে ও প্রীতম বসাকের সহযোগিতায়, রিদম গ্রুপ প্রদর্শনীর প্রথম বছরের শুভ সূচনা হলো।
এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেন কলকাতা সহ বিভিন্ন জেলার ১১ জন বিশিষ্ট চিত্রশিল্পী , জাহাদের ছবি প্রদর্শনীতে প্রদর্শিত হয়েছে।
শিল্পীরা হলেন…… উদ্যোক্তা শেখর রঞ্জন দত্ত, প্রীতম বসাক , প্রদীপ দে, সোনালিকা পাল, দুলাল সরকার, অভিজিৎ কর, অঙ্কিতা দাস, অম্বর নাথ সিনহা, পারমিতা রায়চৌধুরী, কাশ্যপ রায়, গোপাল মান্না।
এই প্রদর্শনীর শুভ সূচনা করেন বিড়লা একাডেমির কিউরেটর রুমা রায় ও আজকের প্রদর্শনী উদ্যোক্তা শেখর রঞ্জন দত্ত একত্রিত ভাবে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সূচনা করেন।
এরপর একে একে অতিথিদের উত্তরীয় ব্যাচ পরিয়ে হাতে স্মারক দিয়ে সম্মানিত করেন।
এই প্রদর্শনী চলবে ৮ই এপ্রিল থেকে ১৩ই এপ্রিল পর্যন্ত, প্রদর্শনীতে ৩৬ টি পেন্টিং ও চারটি স্কাল্পচারের কাজ তুলে ধরা হয়েছে। ছবিগুলি দর্শকদের মন কারবে বলে আশা করা যায়। সুন্দর সুন্দর কাজ প্রদর্শিত হয়েছে।
সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে উদ্যোক্তা শেখর রঞ্জন দত্ত এবং সহযোগী প্রীতম বসাক বলেন, একাডেমি অফ আর্টস অ্যান্ড কালচার কুচবিহার এই বছর ২৫ তম বর্ষে পদার্পণ করল অর্থাৎ জুবিলী ইয়ার, এটি গ্রুপ প্রদর্শনী। ২৫ বছরে পদার্পণ করায় আমরা গর্বিত এবং এরকম একটা জায়গায় সুন্দর প্রদর্শনী আয়োজন করতে পেরে, যেখানে চিত্রশিল্পীদের ছবি তুলে ধরা হয়েছে, দর্শকদের দেখার সুযোগ করে দেয়া হয়েছে, আশা করব প্রদর্শনী চলাকালীন দর্শকদের ও শিল্পীদের মতামতি আমাদেরকে এগিয়ে চলার পথ দেখাবে।, আমরা আরো কিছু নতুন ভাবনা নিতে পারবো, তাই সকল চিত্রশিল্পী ও দর্শকদের একটা কথাই বলবো আপনারা আসুন প্রদর্শনী পরিদর্শন করুন এবং আপনাদের মতামত আমাদের একান্ত প্রয়োজন।।