
একসঙ্গে তিন বাঘের দেখা সুন্দরবনে
সুন্দরবনের রহস্যময় বাঘের দেখা পাওয়া যেন এক বিরল দৃশ্য। তবে সম্প্রতি পূর্ব সুন্দরবনের কটকা অভয়ারণ্যে এক সঙ্গে তিনটি বাঘের দৃশ্য দেখে চমকে গেছেন পর্যটকরা। তিন বাঘের লড়াইয়ের অনন্য মুহূর্তও ধারণ করেছেন তারা। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে আলোচনায় এসেছে সুন্দরবনের বাঘের সংখ্যা বৃদ্ধি ও তাদের অস্বাভাবিক আচরণের বিষয়টি।
সবশেষ পূর্ব সুন্দরবনের কটকা অভয়ারণ্য এলাকায় আবারও একসঙ্গে তিনটি বাঘ দেখতে পেয়েছেন পর্যটকরা। এর মধ্যে দুটি বাঘ অপর একটি বাঘকে আক্রমণ করে নদীতে ফেলে দেয়। রোববার দুপুরে কটকা অভয়ারণ্যের বেতমোড় এলাকার নদীর পাশে এ ঘটনা ঘটে বলে প্রতক্ষ্যদর্শীরা জানান।
সুন্দরবনে পর্যটকবাহী লঞ্চ এমভি আলাস্কার খুলনার পর্যটক গাইড মো. আলামিন বলেন, রোববার দুপুরে তাদের লঞ্চ কটকার বেতমোড় খালের কাছে আসার পরই একই জায়গায় তিনটি বাঘের উপস্থিতি দেখতে পান পর্যটকরা। বাঘ তিনটির মধ্যে দুইটি পুরুষ ও একটি বাঘিনী। সুন্দরবনের কটকা অফিস পাড় থেকে দুটি বাঘ এবং বেতমোর নদী পেড়িয়ে একটি বাঘ এসে একত্রিত হয়েছিল। কিন্তু বেতমোড় এলাকা থেকে আসা বাঘটিকে অপর দুটি বাঘ আক্রমণ করে প্রথমে নদীতে ফেলে দেয়। নদীতে পড়ে যাওয়া বাঘটি অনেকক্ষণ ধরে পানিতে ভেসেছে। পরে সাতরে উঠে বাঘটি বনের মধ্যে পালিয়ে যায়। এ দৃশ্য ধারণ করেন তিনি।
জিসান কবিরাজ
বাগেরহাট
তাং:২১/০১/২০২৫
মোবা: ০১৩২১৯৬০৪৩৫