
একদিকে শিল্পীরা অন্নপূর্ণা প্রতিমার কাজ শেষ করতে ব্যস্ত, অন্যদিকে ঘাটে ঘাটে চলছে চৈত্র ছটপূজা
আজ ৩রা এপ্রিল বৃহস্পতিবার, আর মাত্র একদিন বাকি অন্নপূর্ণা ঠাকুরের পূজা, তাই কুমারটুলি পাড়ায় পাড়ায় মৃৎশিল্পীরা প্রতিমার কাজ শেষ করতে ব্যস্ত, কোনো শিল্পীদের দেখা যাচ্ছে প্রতিমায় রং করতে ব্যস্ত আবার কোনো শিল্পীকে দেখা যাচ্ছে প্রতিমার মাথায় চুল ও কাপড় পড়াতে ব্যাস্ত, কথা বলার মতো হাতে একদমি সময় নায় , অনেকেই প্রতিমা নিতে চলে এসেছেন।
একদিকে যেমন মৃত শিল্পীরা চেষ্টা করছেন উদ্যোক্তাদের কথা মতো প্রতিমা তৈরি করা , তেমনি উদ্যোগতারাও তাহাদের পছন্দ মতো অর্ডার দেওয়া প্রতিমা নিয়ে যেতে ভীড় জমিয়েছেন কুমার টুলিতে। কারন প্রতিমা নিয়ে যাওয়ার পর তাহারা প্যান্ডেলের কাজ শুরু করবেন, তাই একদিন আগে প্রতিমা নিয়ে যেতে হচ্ছে। কিন্তু সকলের একটাই কথা প্রতি বছর যেভাবে প্রতিমা থেকে ফল মুলের দাম বেড়ে চলেছে আমরা বাজেট করেও তা কুলিয় উঠতে পারছি না ।
আজ অন্য দিকের ঘাটে ঘাটে চলছে বিহারী সম্প্রদায়ের মানুষদের চৈত্র ছটপূজা, কলকাতার বাবুঘাট থেকে শুরু করে বাগবাজার ঘাট ও অন্যান্য বিকাল থেকেই জমে উঠেছে ছটপূজা, দলে দলে বাড়ি র ছেলে মেয়েরা ঘাটে ভীর করছেন ,গঙ্গা মায়ের কাছে যে যার মনস্কামনা পূর্ণ করছেন, এবং প্রশাসনের তরফ থেকেও তীক্ষ্ণ দৃষ্টিতে নজর রাখছেন ঘাটের দিকে , যাতে কোনরকম দূর ঘটনা না ঘটে,
যানা যায় বিহারী সম্প্রদায়ের মানুষদের দুবার ছট পূজা হয় , তাই এই চৈত্র মাসে আজ ছটপূজা শুরু হয়েছে, কালকে শেষ হয়ে যাবে, কারন এর পর নবরাত্রি শুরু হবে , রাম নবমীর দিন বলে জানান।