শুক্রবার - ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ - ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

একদলীয় নির্বাচনে জনগণের কোন আগ্রহ নেই-ডা. শাহাদাত হোসেন

 

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হো‌সে‌ন বলেছেন,একদলীয় নির্বাচনে জনগণের কোন আগ্রহ নেই। কারণ কেন জানেন? এই সরকার একটি এক দলীয় সরকার। এই একদলীয় সরকারের অধীনে বাংলাদেশের মানুষ কোন নির্বাচনে ভোট দিতে পারে নাই। তাই এই সরকারের চট্টগ্রাম ৮ বোয়ালখালী সংসদীয় আসনের উপনির্বাচনে জনগণের কোন সাড়া নেই। নির্বাচনে কোন আমেজ নেই। নিজেদের মাঠে নিজেরাই খেলা করছে। এই সরকারের অধীনে কোন নির্বাচনে জনগণের আস্তা নেই । উৎসাহ নেই, আনন্দ নেই, জনগণের সম্পৃক্ত নেই। একদলীয় সরকারের, একদলীয় নির্বাচনকে এখন জনগণ এখন ঘিন্নাবরে প্রত্যাখ্যান করে। তাই এই সরকারের অধীনে কোন নির্বাচনে জনগণের কোন আগ্রহ নেই।জনগণ এই সরকারের অধীনে নির্বাচন চায়না। জনগণ চায় সরকারের পদত্যাগ। এই সরকারের পায়ের তলায় মাটি নেই। এই সরকার পতনের প্রতিধ্বনির আওয়াজ শুনে যাচ্ছে।কারণ মত প্রকাশের স্বাধীনতা খর্ব করেছে। মানুষ আজ সত্য প্রকাশ করতে পারছে না। মানুষের কথা বলার স্বাধীনতা নেই। সভা সমাবেশের স্বাধীনতা নেই, সত্য প্রকাশ করলেই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয় । সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, সংবাদপত্রের বিরুদ্ধে বিষেধাগার।

তিনি আজ, ১৪ এপ্রিল, শুক্রবার, বিকালে, চান্দগাঁও থানা বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে চান্দগাঁও থানা বিএনপির সভাপতি সাবেক কাউন্সিলর মোঃ আজম উদ্দিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফ খান ও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খানের সঞ্চালনায় আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অথিতির বক্তব্যে এ কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন আরো বলেন, আই.এম.এফ.এর লোন নেওয়ার জন্য তাদের শর্ত সাপেক্ষে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। গ্যাসের দাম বাড়ানো হয়েছে, পানির দাম বাড়ানো হয়েছে, চালের দাম,ডালের দাম, তেলের দাম বাড়ানো হয়েছে। আজ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য আকাশ চুম্বী। দেশের সাধারণ মানুষ আজ অসহায়।মধ্য ও নিম্ন বৃত্ত পরিবার নিদারুণ কষ্টের মধ্যে দিন যাপন করছে। টিসিবির পন্যের জন্য ট্রাগের পেছনে লম্বা লাইন ধরে দাঁড়িয়ে থাকে মধ্য ও নিম্ন বিত্ত পরিবারের মানুষ। আজ দেশের জনগণ মৌলিক অধিকার বঞ্চিত। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক মৌলিক অধিকার আদায়ের সংগ্রামে রাজপথে আছে। বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায় সাজা দিয়ে গৃহবন্দি করে রাখা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদসহ অনেক নেতা কর্মীদের বন্দী করে রাখা হয়েছে।দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই সরকারের পদত্যাগ বাধ্য করা হবে।

প্রধান বক্তার বক্তব্য আলহাজ এরশাদ উল্লাহ বলেন, আজ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ শ্রমিক জনতাসহ সর্বস্তরের মানুষ অসহায় ভাবে জীবন যাপন করছে। এই সরকার একটি দুর্নীতিবাজ সরকার।এই সরকারের দুর্নীতির কারণে আজ আমাদের দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে।এই সরকার বেশিদিন টিকে থাকলে দেশতলা বিহীন ঝুড়িতে পরিণত হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে আন্দোলন সংগ্রামে আপনাদের ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসতে হবে এবং সরকার পতন না হওয়া পর্যন্ত রাজপথে থাকতে হবে।

চাঁদগাও থানা বিএনপির সভাপতি মোহাম্মদ আজম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন খান ও ফিরোজ খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ন আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন,আজিজুল হক চেয়ারম্যান, হারুন জামান, আহমেদুল আলম চৌধুরী রাসেল, কামরুল ইসলাম, বক্তব্য রাখেন সৈয়দ শিহাব উদ্দিন আলম, মোহাম্মদ ইদ্রিস আলম, জাফর আহমদ, আজিজ উদ্দিন মিন্টু, ইলিয়াস চৌধুরী, জিয়াউর রহমান জিয়া,জসিম উদ্দিন চৌধুরী, সালাউদ্দিন শাহেদ, মোহাম্মদ ইসমাইল,মোঃ আলমগীর, মোহাম্মদ ইউসুফ, গোলাপুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn