শুক্রবার - ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ - ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আশুতোষ বড়ুয়া (বাবুন)’র অনিত্য সভা সম্পন্ন

বোয়ালখালী উপজেলাধীন ঐতিহ্যবাহী জৈষ্ঠ্যপুরা সার্বজনীন শরনংকর বৌদ্ধ বিহারের ধর্মপ্রাণ ধার্মীক উপাসক ও জৈষ্ঠ্যপুরা শাক্যমুনি বিহারের ভূমি দাতা, বিশিষ্ট সমাজ সেবক প্রয়াত শুধাংশু বিমল তালুকদারের ৬ষ্ঠ পুত্র অবসর প্রাপ্ত উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা ডা আশুতোষ বড়ুয়া (বাবুন)’র অনিত্যসভা  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন পণ্ডিত প্রজ্ঞাতিষ্য বৌদ্ধ বিহার কমপ্লেক্স ও ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ লোকপ্রিয় মহাথেরো, প্রধান অতিথি ছিলেন শ্রীপুর বোধিসত্ব বিহারের অধ্যক্ষ বিপস্সি মহাথেরো, প্রধান সদ্ধর্মদেশক চট্টগ্রাম বন্দর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ড. দীপংকর থেরো, সদ্ধর্মদেশক ছিলেন শাকপুরা প্রজ্ঞাবংশ বিদর্শন ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ শীলপ্রিয় থেরো, বহদ্দারহাট সংঘরাজ শাসনশ্রী বিহারের পরিচালক তেজপ্রিয় থেরো, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশ এর চেয়ারম্যান ও সংগঠক জে. বি.এস আনন্দবোধি থেরো, জৈষ্ট্যপুরা শান্তিময় বিহারের অধ্যক্ষ করুনাপ্রিয় ভিক্ষু, অনিত্য সভা সূচনা বক্তব্যের মাধ্যমে উদ্বোধন করেন জৈষ্ট্যপুরা সার্বজনীন শরণংকর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রজ্ঞারশ্মি ভিক্ষু, আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বৌদ্ধ বিহারের আবাসিক মুদিতানন্দ ভিক্ষু, চট্টগ্রাম সংঘরাজ সারমেধ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ধর্মজ্যোতি ভিক্ষু প্রমুখ। প্রয়াতার পরিবারের পরিচিতি তুলে ধরেন বাবু কল্যাণমিত্র বড়ুয়া, স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন শিক্ষক বাবু বিকাশ কান্তি বড়ুয়া, সাবেক ইউপি সদস্য বাবু তরিৎ কান্তি বড়ুয়া,

বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সভাপতি ব্যাংকার দুলাল কান্তি বড়ুয়া, বোয়ালখালী কৃষ্টি প্রচার সংঘের সাধারণ সম্পাদক বাবু প্রাণতোষ বড়ুয়া, জৈষ্ট্যপুরা দেবমিত্র স্মৃতি সংসদের উপদেষ্টা প্রকৌশলী বাবু স্বজন বড়ুয়া, বাবু রাজু বড়ুয়া, প্রকৌশলী শৈবাল বড়ুয়া, বাবু সুব্রত লাল বড়ুয়া, ভূপতি রঞ্জন বড়ুয়া, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সহ সাধারণ সম্পাদক রাহুল বড়ুয়া, নিরোধ কান্তি বড়ুয়া, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মিসেস পারমিতা বড়ুয়া, রুপাল বড়ুয়া।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জ্যৈষ্ঠপুরা রমনীমোহন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু রাজীব বড়ুয়া।  পরিবারের পক্ষে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে বড়ভাই বাবু শাক্য বড়ুয়া ভিক্ষু সংঘ ও উপাসক-উপাসিকাদের প্রয়াতার সাপ্তাহিক ক্রিয়া ও সংঘদানে আগামী ১০ এপ্রিল সোমবার দুপুরে নিজ বাসভবনে উপস্থিত থেকে পুণ্যদান করে মধ্যাহ্ন ভোজনের জন্য আহ্বান জানান। ৯৭ নং পশ্চিম গোমদন্ডী হাজী মো: শামসুল আলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সবিতা বড়ুয়ার স্বামীর মৃত্যুতে স্কুলের শিক্ষক শিক্ষিকামন্ডলী ও সকল কমিটির সদস্য সদস্যাবৃন্দ ও ছাত্রছাত্রীর পক্ষ থেকে এবং অনেকে পুষ্পমাল্য ও ব্যানার দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং পারলৌকিক সদগতি কামনা করে পুণ্যদান করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn