বৃহস্পতিবার - ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ - ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

উপাসিকা  শ্রীমতী সাধনা বড়ুয়া’র অনিত্য সভা সম্পন্ন

উপাসিকা  শ্রীমতী সাধনা বড়ুয়া’র অনিত্য সভা সম্পন্ন

আনন্দ বার্তা ডেস্ক :-

ফটিকছড়ি উপজেলাধীন ছিলোনিয়া (জানারখিল) গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ও প্রাক্তন সরকারি কর্মকর্তা প্রয়াত আশুতোষ বড়ুয়া’র সহধর্মিণী ও ছিলোনীয়া জ্ঞানরত্ন বিহারের ধর্মপ্রাণ প্রবীণা উপাসিকা  শ্রীমতী সাধনা বড়ুয়া’র অনিত্য সভা সুন্দর সুচারুভাবে সুসম্পন্ন হয়।

প্রথমে শতাব্দীর ঐতিহাসিক পবিত্র স্থান চট্টগ্রাম বৌদ্ধ বিহারে এবং তার নিজ বাড়ি ফটিকছড়ি ছিলোনিয়া গ্রামে। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি ও মায়ানী  সুদর্শন বিহারের অধ্যক্ষ প্রিয়ানন্দ মহাথেরো,প্রধান অতিথি ছিলেন রুদ্রপুর ধর্মরত্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ দীপানন্দ মহাথেরো, প্রধান সদ্ধর্মদেশক ছিলেন মায়ানী তথাগত  ত্রিপিটক গবেষণা কেন্দ্র অধ্যক্ষ ভদন্ত শাসনবংশ মহাথেরো, বিশেষ অতিথি ছিলেন হাইদচকিয়া  শান্তি-ধাম বিহারে অধ্যক্ষ আর্য়মিত্র মহাথেরো,জ্ঞানলোক থেরো,রাঙ্গুনিয়া সোনারগাঁও বৌদ্ধ বিহারের অধ্যক্ষ জ্ঞানবংশ থেরো, ভূজপুর সিংহরিয়া বোধিনিকেতন বিহারের অধ্যক্ষ লোকশ্রী থেরো, দক্ষিণ ছিলোনীয়া জিনরাম বিহারের অধ্যক্ষ অমৃতানন্দ থেরো, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশ এর চেয়ারম্যান ও সংগঠক জে. বি. এস আনন্দবোধি থেরো, চন্দনাইশ কাঞ্চননগর কনকারাম বিহারের অধ্যক্ষ লোকরত্ন থেরো, হারুয়ালছড়ি বৌদ্ধ জেতবন বিহারের অধ্যক্ষ বোধিশ্রী ভিক্ষু। অনিত্য সভা অনুষ্ঠান সূচনা সদ্ধর্মদেশনার মাধ্যমে উদ্ধোধন করেন ছিলোনীয়া জ্ঞানরত্ন বিহারের অধ্যক্ষ এম. প্রিয়বোধি থেরো, আরো উপস্থিত ছিলেন সুমনপ্রিয় ভিক্ষু,শ্রদ্ধাবংশ থেরো,স্মৃতি চারণ করে পুণ্যদান ও শ্রদ্ধা জ্ঞাপন করেন শিক্ষক তপন কান্তি বড়ুয়া, অধ্যাপক অনির্বাণ বড়ুয়া, স্বপন কুমার বড়ুয়া, সজীব বড়ুয়া ডায়মন্ড,পারিবারিক পরিচিতি তুলে দেন অধ্যাপক সনজিব বড়ুয়া, শিক্ষক সনৎ বড়ুয়া, এ.কে.আজাদ বাবুল,বিশ্বজিৎ  বড়ুয়া,বাবু শিমুল বড়ুয়া,বাবু দিবাকর বড়ুয়া, অধ্যাপক বিপুল বড়ুয়া, স্মরন বড়ুয়া শিমুল, সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যুৎ বড়ুয়া, পঞ্চশীল প্রার্থনা করেন জামাতা অনুজ কুমার বড়ুয়া, সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সাপ্তাহিক ক্রিয়ার  আগামী ১এই এপ্রিল শনিবার দুপুরে আমন্ত্রণ করেন রাঙ্গামাটি সরকারি কলেজের অধ্যক্ষ বড় ছেলে বাবু তুষার কান্তি বড়ুয়া। বক্তারা বলেন এই মহিনিষী নারী সেন্টার অব এক্সেলেম্ম বুড্ডিজম কতৃক রত্নাগর্ভা উপাধিতে ভূষিত এই পরিবারের মহীয়সী রমনী শ্রীমতী সাধনা বড়ুয়া। উল্লেখ্য তিনি গতকাল ২৭ই মার্চ সন্ধ্যা ৬.৫৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে বয়স হয়েছে ৮৪ বছর, তিনি ২ ছেলে ২ মেয়ে বড় ছেলে রাঙ্গামাটি সরকারি কলেজের অধ্যক্ষ বাবু তুষার কান্তি বড়ুয়া, ছোট ছেলে চট্টগ্রাম পলিটেকনিকেল কলেজ  অধ্যাপক পলাশ কান্তি বড়ুয়া  মেয়ে জাফরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালযের প্রধান শিক্ষিকা পুষ্পিতা বড়ুয়া ও পটিয়া মনসা স্কুল এন্ড কলেজ এর বাংলা বিভাগের প্রধান শিউলি বড়ুয়া  ও পুত্র বধূ সহ অসংখ্য নাতি-নাতনী  গুনগ্রাহী রেখে যান । অনিত্য সভা শেষে সকল জ্ঞাতি-স্বজন প্রয়াতা সাধনা বড়ুয়া’র পারলৌকিক সদ্গতি সুখ শান্তি কামনায় পূণ্যদান করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn