জনতা ব্যাংক সিবিএ চট্টগ্রামের জাতীয় শোক দিবসের আলোচনায় আ জ ম নাছির উদ্দীন
উন্নয়ন ও অগ্রগতির ধরা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও নৌকায় ভোট দিন
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়ন ও অগ্রগতিতে এগিয়ে যাচ্ছে। এ উন্নয়ন ও অগ্রগতির ধরা সচল রাখতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নের জন্য। উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও শেখ হাসিনা মনোনীত আওয়ামী লীগের প্রার্থীদের নৌকায় ভোট দিন।
জনতা ব্যাংক সিবিএ চট্টগ্রামের আয়োজনে গত ২৮ আগস্ট সোমবার বিকেলে নগরের আগ্রাবাদে জনতা ভবনের সম্মেলন কক্ষে সিবিএ সভাপতি মো আবু তাহের জিহাদীর সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন।
সংগঠনের সাধারণ সম্পাদক মো নুরুল আফছার এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জনতা ব্যাংক পিএলসি চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্হাপক এস এম আবদুল ওয়াদুদ, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আলহাজ্ব সফর আলী।
প্রধান অতিথির বক্তব্যে আ জ ম নাছির উদ্দীন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে সপরিবারে হত্যা করে পাকিস্তানের পরাজিত শত্রুরা ভেবেছিল স্বাধীন বাংলাদেশ কে তারা আবার পাকিস্তান বানাতে পারবে। কিন্তু তাদের স্বপ্ন সফল হয়নি। পিতা মুজিব মরে লক্ষ মুজিবের জন্ম দিয়েছে বাংলার ঘরে ঘরে। পৃথিবী যতদিন রবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ততদিন রবে।