শুক্রবার - ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ৮ই শাবান, ১৪৪৬ হিজরি

উদালিয়াতে মাইজভাণ্ডারী দায়রা শরিফে গাউসুল আজম মাইজভান্ডারী (ক)’র ১৯৯তম পবিত্র খোশরোজ শরীফ অনুষ্ঠিত

উদালিয়াতে মাইজভাণ্ডারী দায়রা শরিফে গাউসুল আজম মাইজভান্ডারী (ক)’র ১৯৯তম পবিত্র খোশরোজ শরীফ অনুষ্ঠিত

উদালিয়া “দারউল আফখার” মাইজভাণ্ডারী দায়রা শরিফে ১ মাঘ ১৫ জানুয়ারি ২০২৫ বুধবার বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা, বিশ্বসমাদৃত ‘ত্বরিকা-ই মাইজভাণ্ডারীয়া’র প্রবর্তক, খাতেমুল আউলিয়া গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.)-এর ১৯৯তম পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে এক জিকির মাহফিল ও আলোচনা সভা উৎযাপন করা হয়।
এতে বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.),র রওজা শরীফের সাবেক খাদেম, মাইজভাণ্ডারী লেখক ও গবেষক গীতিকার এস এম এম সেলিম উল্লাহ’র সভাপতিত্বে সর্বস্তরের আশেক ভক্তের উপস্থিতিতে সারারাত ব্যাপী আলোচনা, জিকির মাহফিল, মিলাদ কিয়াম ও উন্মুক্ত তাবরুক বিতরণের মাধ্যমে সর্বোচ্চ পবিত্রতা ও মহাসমারোহে মাহফিলের সমাপ্তি হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn