
উত্তর সিকিমে হাজার ফুট নীচে তিস্তায় পড়ে গেল পর্যটকবাহী গাড়ি, নিহত ১, নিখোঁজ ৯
মর্মান্তিক দুর্ঘটনা ভারতের উত্তর সিকিমে। নিয়ন্ত্রণ হারিয়ে হাজার ফুট নিচে তিস্তা নদীতে পড়ে গেল পর্যটকবাহী গাড়ি। বৃহস্পতিবার (২৯ মে) রাতে এই ঘটনাটি সংগঠিত হয়েছে উত্তর সিকিমের চুংথাং- মুন্সিথাংয়ের রাস্তায়। ঘটনায় ১ পর্যটকের মৃত্যু হলেও ৯ জন এখনও নিখোঁজ। উদ্ধারকার্য চালিয়ে যাচ্ছে আইটিবিপি ও সিকিম পুলিশ। বৃহস্পতিবার (২৯ মে) রাতে প্রবল বর্ষণ হচ্ছিল উত্তর সিকিমে। আর এই বৃষ্টির মধ্যে পাহাড়ে সফরই হল কাল। একটি গাড়ি রিজার্ভ করে পশ্চিমবঙ্গ ও ওড়িশার পর্যটকের ২টি দল বৃষ্টির মধ্যেই ঘুরতে বেরিয়েছিল। এদিন সন্ধ্যা সাড়ে ৭টায় উত্তর সিকিমের চুংথাং- মুন্সিথাংয়ের রাস্তায় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ১ হাজার ফুট নীচে তিস্তা নদীতে পড়ে যায় গাড়িটি। বিষয়টি নজরে আসে স্থানীয়দের। তারাই প্রথমে উদ্ধারকার্যে হাত লাগায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সিকিম পুলিশ বাহিনী। তলব করা হয় আইটিবিপিকে। রাতেই উদ্ধারকার্যে হাত লাগায় জওয়ানরা। এদিন রাতেই আশঙ্কাজনক অবস্থায় ২ জন পর্যটককে উদ্ধার করা হয়। তাঁদের চিকিৎসার জন্য গ্যাংটকে পাঠানো হয়েছে। এদের ১জনের মৃত্যু হয়েছে বলে খবর। এখনও নিখোঁজ রয়েছেন ৯ পর্যটক। রাতে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে নদীতে তল্লাশি চালাতে বেগ পেতে হয়। শুক্রবার (৩০ মে) সকাল থেকে ফের শুরু হয়েছে তল্লাশি। এখনও পর্যন্ত নিখোঁজ পর্যটকদের সন্ধান মেলেনি। সিকিম পুলিশ সূত্রে প্রকাশ,গাড়িতে পশ্চিমবঙ্গ- ওড়িশার পর্যটক মিলিয়ে ১১ জন ছিল। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বৃষ্টিতে পাহাড়ি রাস্তায় বাঁক নিতে গিয়েই নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।