
উত্তর – পূর্ব ভারতে ভূমিধস, বন্যায় বিধ্বস্ত! মৃত ৩৬
গত কয়েক দিন ধরেই একটানা ভারী বৃষ্টিপাত চলছে ভারতের উত্তর পূর্বে। ভূমিধস ও বন্যায় বিপর্যস্ত আসাম, মণিপুর, অরুণাচল প্রদেশসহ বিভিন্ন রাজ্য। সোমবার (৩ জুন) পর্যন্ত উত্তর -পূর্ব ভারতে মৃতের সংখ্যা বেড়ে ৩৬ জনে গিয়ে দাঁড়িয়েছে। ঘর ছাড়া সাড়ে ৫ লক্ষের ও বেশি মানুষ। এই মুহূর্তে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি আসামে। সেখানে ১১ জনের মৃত্যু হয়েছে। অরুণাচলপ্রদেশে মৃত্যু হয়েছে ১০ জনের। মেঘালয়ে ৬ জন, মিজোরামে ৫ জন, সিকিমে ৩ জন এবং ত্রিপুরায় ১ জনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে পরিস্থিতি নিয়ে আসামের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশর্মা, সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিংহ তামাং এবং মণিপুরের রাজ্যপাল অজয়কুমার ভল্লার সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রের তরফে সর্বতোভাবে পাশে থাকার আশ্বাস ও দেওয়া হয়েছে।
Post Views: ৬০