শুক্রবার - ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ৮ই শাবান, ১৪৪৬ হিজরি

উত্তর ত্রিপুরায় অবিশ্বাস্য গরু বাছুরের জন্ম, এলাকায় পূজার্চনা

উত্তর ত্রিপুরায় অবিশ্বাস্য গরু বাছুরের জন্ম, এলাকায় পূজার্চনা

 

ভারতের উত্তর ত্রিপুরা জেলার সরসপুর এলাকায় এক আশ্চর্যজনক ঘটনা। একটি গরু একটি বাচ্চা জন্ম দিলেও সেই বাচ্চাটি জন্ম নিলো এক অবিশ্বাস্য শারীরিক অবস্থা নিয়ে, ২টি মুখ, ২টি নাক, ৪টি চোখ, ২টি কান ও ৪টি পা নিয়ে জন্ম নেয় একটি বাছুর। এমন অদ্ভুত ঘটনাটি ঘটেছে সরসপুর গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর  ওয়ার্ডে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি ) সকালে। গরুর মালিক পেশায় শিক্ষক সঞ্জয় কুমার নাথ জানিয়েছেন, তিনি বাচ্চাটিকে অত্যন্ত যত্ন সহকারে লালন পালন করবেন। সকাল থেকেই কাতারে কাতারে মানুষ ভিড় জমিয়েছে জন্ম নেওয়া বাছুরটিকে দেখার জন্য। সঞ্জয় আরও জানান, জন্ম নেওয়া ওই অদ্ভুত বাছুরটি তার কাছে এক আশির্বাদ স্বরুপ। এমন একটি ঘটনা তিনি কখনও কল্পনা করতে পারিনি। তাই এই বাছুরটিকে তিনি ভালোভাবে পালন করবে যত্ন নেবেন বলেন জানিয়েছেন। এদিকে, গ্রামের মহিলারা বাছুরকে মহাদেব ঠাকুরের রুপ হিসেবে ধরে নিয়ে পূজার্চনা শুরু করেছেন। এতে বাড়ি সামনে উৎসুক জনতার ভিড় জমে উঠে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn