মঙ্গলবার - ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৪শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

উত্তরের পথে মহাসড়কে প‌রিবহনের চাপ থাক‌লেও নেই যানজট

উত্তরের পথে মহাসড়কে প‌রিবহনের চাপ থাক‌লেও নেই যানজট

 

ঈদযাত্রায় টাঙ্গাইলে মহাসড়‌কে রয়েছে গণপ‌রিবহনের পাশাপশি ছোট ছোট যানবাহ‌ন ও ব‌্যাক্তিগত গা‌ড়ির চাপ।
তবে চাপ থাকলেও যান‌জটের সৃ‌ষ্টি হয়‌নি।

অনেকেই আবার প‌রিবার নি‌য়ে নাড়ির টানে খোলা ট্রাক ও পিকআপযো‌গে বা‌ড়ি ফির‌ছে মানুষজন।
প‌রিবা‌রের সঙ্গে ঈদ কর‌তে ভোগা‌ন্তি ছাড়াই ফির‌ছে ঘরমু‌খো মান‌ুষ। ফ‌লে উত্ত‌রের প‌থে স্ব‌স্তি ফি‌রেছে।
যাত্রীরা বল‌ছেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে স্ব‌স্তি‌তে চলাচল কর‌তে পার‌লেও ঢাকা থে‌কে আস‌তে মহাসড়‌কের গাজীপু‌রের চৌরাস্তা, বাইপাইল, সাভার, চন্দ্রা, আব্দুল্লাহপুরসহ ক‌য়েক‌টি জায়গা‌তে যানজ‌টের কব‌লে পড়‌তে হ‌য়ে‌ছে তা‌দের। পাশাপা‌শি বাড়‌তি ভাড়ার অ‌ভি‌যোগও ক‌রে‌ছেন অ‌নে‌কে।

টাংগাইল পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান জানান ঢাকা – টাংগাইল আংশে রয়েছে ৬৫ কিলোমিটারে মহাসড়ক ।
এই ৬৫ কিলোমিটার মহাসড়কে ৪ স্তরে ৭৫০ জন পুলিশ সদস্য দা‌য়িত্বরত রয়েছেন।যাতে কোথাও যানজটের সৃষ্টি না হয়। মহাসড়‌কে কোথাও যানজট না থাক‌লেও প‌রিবহ‌নের চাপ র‌য়ে‌ছে। আইনশৃঙ্খলারক্ষার্থে তারা কাজ কর‌ছে।

যমুনা সেতু সাইট অফিসার নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, মহাসড়‌কে মোটরসাইকে‌লের সংখ‌্যা এ বছর বে‌শি। যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় প্রায় সাড়ে ছয় হাজার এর মতো মোটরসাইকেল পারাপার হয়েছে।
মহাসড়কটিতে গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি চলাচল করছে অনেক বেশি।

তি‌নি আরো ব‌লেন, ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশ ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার করা হ‌চ্ছে। এছাড়া দুইপাশেই মোটরসাইকলের জন্য আলাদা ২টি করে বুথ রয়েছে। এতে নির্বিঘ্নে মানুষ যাতায়াত করতে পারছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn