শনিবার - ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২২শে রমজান, ১৪৪৬ হিজরি

উত্তরাখন্ডের বদ্রীনাথে ভয়াবহ তুষার ধস ! আটক অন্তত ৪৭ শ্রমিক 

উত্তরাখন্ডের বদ্রীনাথে ভয়াবহ তুষার ধস ! আটক অন্তত ৪৭ শ্রমিক

 

 

ভারতের উত্তরাখন্ডের বদ্রীনাথের কাছে তুষার ধসে আটক অন্তত ৪৭ জন শ্রমিক। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ) উত্তরাখন্ডের চামোলি জেলায় ভারত- তিব্বত সীমান্তের কাছে মানা গ্রামে কাজ করছিলেন প্রায় ৫৭ জন শ্রমিক। আচমকা সেখানে ধস নামে। আটকে পড়েন তাঁরা। উদ্ধার কাজ শুরু হয়েছে। ১০ জনকে উদ্ধার করে সেনাক‍্যাম্পে নিয়ে যাওয়া হয়। বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে। এদিন বদ্রীনাথ ধাম থেকে ৩ কিলোমিটার আগে বর্ডার রোড অর্গানাইজেশন ( বিআরও) ক‍্যাম্পের কাছে রাস্তার কাজ করছিলেন ওই শ্রমিকরা। সেই সময় আচমকাই ধস নামে। ঘটনাস্থলে পৌঁছায় জাতীয় এবং রাজ‍্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, ভারত- তিব্বত বর্ডার পুলিশ  এবং বিআরও টিম। ঘটনাস্থলে পৌঁছায় প্রায় ৪টি অ‍্যাম্বুল‍্যান্স। এদিকে তুষার ধসের জেরে উদ্ধার কাজে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। ঘটনার খবর পেয়ে উদ্বেগ প্রকাশ করেন উত্তরাখন্ডের মুখ‍্যমন্ত্রী পুস্কর সিং ধামী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। সকল শ্রমিক যাতে সুরক্ষিত ফিরে আসেন, সে প্রার্থনা করেছেন তিনি। এদিকে আইএমডির তরফে উত্তরাখন্ড সহ বেশ কয়েকটি পাহাড়ি এলাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ) গভীর রাত পর্যন্ত অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn