
উত্তরপ্রদেশ ও বিহারে ২৪ ঘন্টায় বজ্রপাত, ঝড়বৃষ্টিতে একদিনেই ৮০ জন নিহত !
ভারতের উত্তর প্রদেশ ও বিহারে গত ২৪ ঘন্টায় বজ্রপাত, ঝড়বৃষ্টির কারণে মৃত্যু হয়েছে অন্তত ৮০ জনের। গত ২৪ ঘন্টায় বিহারে বৃষ্টি – বজ্রপাতের কারণে কমপক্ষে ৫৮ জনের মৃত্যু হয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রাজ্যজুড়ে। গাছ উপড়ে, ঘরের দেওয়াল ধসের জেরেই অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে নালন্দায়। উত্তরপ্রদেশে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে অন্তত ২২ জনের। ত্রাণ কমিশনারের কার্যালয়ের তথ্য অনুযায়ী, গাছ উপড়ে, দেওয়াল পড়ে প্রাণ গিয়েছে অন্তত ১৩ জনের। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।
Post Views: ৩০