সোমবার - ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে রজব, ১৪৪৬ হিজরি

উত্তরপ্রদেশে ২টি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত 

উত্তরপ্রদেশে ২টি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত

 

 

ভারতের উত্তরপ্রদেশে ২টি পৃথক সড়ক দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর ) রাতে দুর্ঘটনা হয় পিলভীটে। তার কয়েক ঘন্টার মধ‍্যে শুক্রবার (৬ ডিসেম্বর ) সকালে আরও একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে চিত্রকূট জেলায়। পিলভীটে মৃত্যু হয়েছে ৫ জনের। চিত্রকূটে আরও ৫ জনের মৃত্যু হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে প্রকাশ। পিলভীটে জেলা পুলিশ জানিয়েছে, ১১ জনের একটি দল গাড়িতে করে উত্তরাখন্ডের খাতিমা থেকে উত্তরপ্রদেশে আসছিল। বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল সেটি। নেওরিয়া থানার কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে ধাক্কা মারে। পুলিশ সুপার অবিনাশ কুমার পান্ডে জানিয়েছেন, দুর্ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে আরও ২ জনের। বাকি ৬জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সুপার জানিয়েছেন, স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে হাত লাগন। খবর পেয়ে পুলিশ পৌছে উদ্ধার কাজে হাত লাগান। খবর পেয়ে পুলিশ পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের হাসপাতালে পাঠানোর ব‍্যবস্থা করা হয়। অপরদিকে, চিত্রকূটে রাইপুরা থানার কাছে শুক্রবার (৬ ডিসেম্বর ) ভোর সাড়ে ৫ টায় একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। প্রয়াগরাজের দিক থেকে গাড়িটি আসছিল। গাড়িতে বেশ কয়েকজন আরোহী ছিলেন। রাইপুরা থানা এলাকায় ট্রাকে সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গাড়ির ৫ আরোহীর মৃত্যু হয়। বাকিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn