বৃহস্পতিবার - ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

উত্তরপ্রদেশে হিন্দুদের থেকে মুসলিমরা বেশি নিরাপদঃ যোগী আদিত‍্যনাথ

উত্তরপ্রদেশে হিন্দুদের থেকে মুসলিমরা বেশি নিরাপদঃ যোগী আদিত‍্যনাথ

 

 

ভারতের উত্তরপ্রদেশে সব ধর্মের মানুষ নিরাপদে বাস করেন। হিন্দুরা নিরাপদে থাকলে মুসলিমরাও নিরাপদ। বুধবার (২৬ মার্চ) এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেন উত্তরপ্রদেশের মুখ‍্যমন্ত্রী যোগী আদিত‍্যনাথ। তবে রাজ‍্যের সংখ‍্যালঘুদের প্রতি তিনি যে কতখানি দরাজ যেমন তার উল্লেখ করলেন, তেমনি বিরোধীদের হিন্দু তোষণের অভিযোগকে ও উড়িয়ে দিলেন। সরাসরি যোগী প্রশ্ন তুলে বললেন, ” ১০০টি হিন্দু পরিবারের মধ‍্যে ১টি মুসলিম পরিবার নিরাপদ। তাঁদের সবরকম ধর্মীয় রীতিনীতি পালনের স্বাধীনতা থাকবে। কিন্তু ১০০টি মুসলিম পরিবারের মধ‍্যে কি ৫০ জন হিন্দু নিরাপদ থাকতে পারে ?। উদাহরণ হিসেবে তিনি তুলে ধরেন বাংলাদেশের পরিস্থিতির কথা। তাঁর কথায়, আগে পাকিস্তানে এমন হত। ২০১৭ সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে উত্তরপ্রদেশে কোনও সাম্প্রদায়িক দাঙ্গা দেখা যায়নি বলেও উল্লেখ করেন যোগী। তিনি আরও বলেন,  আমি সবসময় সকলের সুখ সমৃদ্ধি, উন্নয়নে বিশ্বাস করি। পাশাপাশি সনাতন ধর্মকে বিশ্বের সবচেয়ে প্রাচীন ধর্ম বলে যোগী বলেন, হিন্দু শাসকরা অন‍্যদের উপর আধিপত্য প্রতিষ্ঠা করেছে এমন কোনও উদাহরণ বিশ্বের ইতিহাসে নেই।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn