
উত্তরপ্রদেশে সাংবাদিক খুনের অভিযোগ
সাংবাদিককে খুনের অভিযোগ উঠল ভারতের উত্তরপ্রদেশের সীতাপুরে। শনিবার (৮ মার্চ) বিকেলে লখনউ- দিল্লি হাইওয়েতে ঘটনাটি ঘটেছে। নিহত রাঘবেন্দ্র বাজপেয়ী (৩৫)। উত্তরপ্রদেশের একটি হিন্দি দৈনিকের স্থানীয় সংবাদদাতা ছিলেন। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে প্রকাশ, শনিবার (৮ মার্চ) বিকেলে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন রাঘবেন্দ্র। সেই সময় দুস্কৃতীরা লখনউ- দিল্লি হাইওয়েতে তাঁর বাইকে ধাক্কা মারে। এতে রাস্তায় ছিটকে পড়েন ওই সাংবাদিক। গুরুতর আহত হন তিনি। এখানেই থেমে থাকেনি দুস্কৃতীরা। মৃত্যু নিশ্চিত করতে রাঘবেন্দ্রকে লক্ষ্য করে পরপর তিনবার গুলি চালানো হয়। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়েছিলেন রাঘবেন্দ্র। আশপাশের লোকেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পুলিশ দুস্কৃতীদের খোঁজ শুরু করেছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের গ্রেফতারের জন্য ৪টি দল গঠন করা হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করতে তাঁরা কাজ করছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। মৃতের মোবাইল ফোনটি ও পরীক্ষা করা হচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।