শুক্রবার - ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই শাবান, ১৪৪৬ হিজরি

উত্তরপ্রদেশে মধ‍্যরাতে পুলিশের এনকাউন্টারে ৪ জন দুস্কৃতী নিহত 

উত্তরপ্রদেশে মধ‍্যরাতে পুলিশের এনকাউন্টারে ৪ জন দুস্কৃতী নিহত

 

অপরাধ দমনের লক্ষ‍্যে দুস্কৃতীদের বিরুদ্ধে  বড় অভিযান ভারতের উত্তরপ্রদেশ পুলিশের। সোমবার (২০ জানুয়ারি ) রাত ২টা ৩০ মিনিটে পুলিশ ও দুস্কৃতীদের গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে কাগ্গা গ‍্যাংয়ের ৪ সদ‍স‍্যের। এই ৪ কুখ্যাত অপরাধীর মধ‍্যে ১ জনের মাথার দাম ছিল ১ লক্ষ টাকা। পাশাপাশি দুস্কৃতীদের গুলিতে আহত হয়েছে এক পুলিশ  আধিকারিক। অপরাধীদের কাছ থাকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে প্রকাশ, দীর্ঘদিন ধরে এই গ‍্যাংয়ের অন‍্যতম সদস্য আরশাদকে খুঁজ ছিল পুলিশ। লুঠ, ডাকাতি, হত‍্যাসহ ১ ডজনের বেশি মামলা ছিল আরশারদের বিরুদ্ধে। তার খোঁজ পেতে ১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল পুলিশ। সোমবার (২০ জানুয়ারি ) শামলী জেলায় ঝিনঝানা এলাকা তাদের  উপস্থিতির খবর পেয়ে অভিযানে নামে এসটিএফের মিরাট টিম। ৪ অপরাধী একটি গাড়িতে সওয়ার ছিল। তাদের গাড়ি আটকানো হলে পুলিশকে লক্ষ‍্য করে গুলি ছুঁড়তে শুরু করে দুস্ক‍ৃতীরা। পাল্টা গুলি চালান পুলিশ। প্রায় ৪০ মিনিট ধরে ২ পক্ষের গুলির লড়াই চালার পর আরশাদ সহ ৪ জনের মৃত্যু হয়। পাশাপাশি গুলি লাগে এসটিএফের ইন্সপেক্টর সুনীল কুমারের। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে করনালের অমৃতধারা হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গুরুগ্রামের বেদান্ত হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে মৃত দুস্ক‍ৃতীদের কাছ থেকে দেশি কারবাইন বন্দুক সহ বহু অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn