
উত্তরপ্রদেশে পোষ্য বিড়ালের মৃত্যুতে অবসাদে আত্মঘাতী যুবতী
মৃত্যু হয়েছে নিজের প্রাণের প্রিয় পোষ্য বিড়ালের। সেই শোকে নিজেও আত্মহত্যা করলেন ৩২ বছরের এক যুবতী। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের আমরোহা জেলায়। জানা যায়, পূজা নামের ওই যুবতী ২ দিন ধরে মৃত বিড়ালের দেহটি আগলে বসেছিলেন। বিড়ালটির দেহে অলৌকিকভাবে প্রাণ ফিরে আসার অপেক্ষায় ছিলেন তিনি। কিন্তু তেমনটি না হওয়ায় অবসাদে আত্মহত্যার পথ বেছে নেন পূজা। সূত্রে প্রকাশ, ৮ বছর আগে দিল্লির এক বাসিন্দার সঙ্গে বিয়ে হয় পূজার। কিন্তু বিয়ের ২ বছর বাদেই তাঁদের ডিভোর্স হয়ে যায়। তারপর থেকে তাঁর মায়ের সঙ্গেই থাকতেন পূজা। নিঃসঙ্গতা কাটাতে একটি বিড়াল পুষে ছিল সে। কিন্তু গত বৃহস্পতিবার ( ২৭ ফেব্রুয়ারি ) মৃত্যু হয় সেই বিড়ালটি। পূজার মা তাঁকে বলে বিড়ালটির দেহ সমাধিস্থ করতে। কিন্তু মায়ের সেই প্রস্তাব অস্বীকার করে পূজা। বিড়ালটির দেহে আবার প্রাণ ফিরে আসবে বলে জানায় তাঁর মাকে। এরপর ২ দিন ধরে প্রিয় পোষ্যের দেহ আগলে রেখেছিল সে। শনিবার (১ মার্চ) বিকেলে হঠাৎ নিজের ঘরের দরজা বন্ধ করে দেয় সে। রাত ৮টায় পূজার মা তাঁর ঘরের দরজা খুলে দেখেন ঘরের সিলিং ফ্যান থেকে ঝুলছে পূজার দেহ। পাশেই পড়ে রয়েছে মৃত বিড়ালটির দেহ। তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং এরপরেই খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ফরেনসিক টিমের সদস্যরা ও নমুনা সংগ্রহের জন্য পৌঁছান। ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ।