
উত্তরপ্রদেশে ধর্মীয় অনুষ্ঠানে ভাঙল মঞ্চ, মৃত অন্তত ৭
ভারতের উত্তরপ্রদেশের ধর্মীয় অনুষ্ঠানে ভয়াবহ দুর্ঘটনা। মঙ্গলবার (২৮ জানুয়ারি ) অনুষ্ঠান মঞ্চ ভেঙে মৃত্যু হল অন্তত ৭ জনের। বিরাট মঞ্চের ধ্বংসাবশেষের তলায় আরও ৮০ জন চাপা পড়ে রয়েছেন বলে খবর। তাঁদের মধ্যে অনেকেই গুরুতর আহত বলে প্রাথমিকভাবে জানা গেছে। উত্তরপ্রদেশের বাগপতে প্রত্যেক বছরই পালিত হয় জৈন নির্বাণ উৎসব। সেই অনুষ্ঠানের অন্যতম অঙ্গ হল লাড্ডু মহোৎসব। বাঁশ এবং কাঠ দিয়ে তৈরি হয় এই অনুষ্ঠানের মঞ্চ। জৈন সন্তরা ও হাজির থাকেন এই অনুষ্ঠানে। মঙ্গলবার (২৮ জানুয়ারি ) অনুষ্ঠান চলাকালীন ভগবান আদিনাথের উদ্দেশে লাড্ডু উৎসর্গ করা হচ্ছিল। মঞ্চে ছিলেন বেশ কয়েকজন জৈন সাধু। সেই সময়ে মঞ্চে উঠে পড়েন অন্তত ১০০ জন ভক্ত। প্রচন্ড ভিড়ের চাপেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে অনুষ্ঠান মঞ্চ। অন্তত ৮০ জন মঞ্চের নিচে চাপা পড়েন বলে স্থানীয় সূত্রে খবর। তার মধ্যে ৭ জনের মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় বিরাট পুলিশ বাহিনী। ১০৮টি অ্যাম্বুল্যান্স ও পাঠানো হয় ঘটনাস্থলে। অন্তত ৪০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এছাড়াও আরও ২০ জনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে। বাগপতের জেলাশাসক অস্মিতা লাল জানান, ” ৩০ বছর ধরে এই অনুষ্ঠান চলছে। দুর্ঘটনায় ৪০জন আহত হয়েছিলেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের প্রত্যেকেই চিকিৎসাধীন রয়েছেন।” আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জেলা প্রশাসনকে তিনি নির্দেশ দিয়েছেন, আহতদের চিকিৎসার জন্য সমস্ত রকম ব্যবস্থা যেন তৈরি থাকে।