
উত্তরপ্রদেশে ট্রাকে ধাক্কা গাড়ির, মৃত ৩
ভারতের উত্তরপ্রদেশের মাহোবায় ট্রাকে ধাক্কা মারল নিয়ন্ত্রণহীন একটি অল্টো গাড়ি। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের। এছাড়াও ১ জন মহিলা গুরুতর আহত হয়েছেন। নিহতদের নাম ও পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। আহত মহিলার চিকিৎসা চলছে হাসপাতালে। মাহোবা থানার অধীনে জাতীয় সড়কের ওপর বারা গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ) সকালে ডাঃ হেমেন্দ্র কুমার জানান, অ্যাম্বুলেন্সে ৩টি অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ নিয়ে আসা হয়। ১ জনকে গুরুতর আহত অবস্থায় নিয়ে আসা হয়। নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি। মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Post Views: ৪২