উত্তরপ্রদেশে জিপিএস দেখে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনায় ৩ জন নিহত
জিপিএস দেখে গাড়ি চালাতে গিয়ে নির্মীয়মাণ সেতু থেকে নদীতে পড়ল গাড়ি। ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। রবিবার (২৪ নভেম্বর ) সকাল ১০ টায় ভারতের উত্তরপ্রদেশের বদাউন জেলার ঘটনা। সংবাদমাধ্যম সূত্রে প্রকাশ, এদিন সকালে ছোট গাড়িতে চেপে খালপুর- ডাটাগঞ্জ সড়ক হয়ে বরেলি থেকে ডাটাগঞ্জে যাচ্ছিলেন কয়েকজন। চালক জিপিএস নেভিগেশন দেখে গাড়ি চালাচ্ছিলেন। নেভিগেশনে বিভ্রান্ত হয়ে তিনি আচমকা ওই নির্মীয়মাণ সেতুতে উঠে পড়েন। সেই সময় আংশিক নির্মিত সেতু থেকে গাড়িটি রামগঙ্গা নদীতে পড়ে যায়। ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে। তাঁদের পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয়রা বলেছেন, সেতুর মুখে কোন ও সতর্কতা চিহ্ন ছিল না, যার জেরে এই মারাত্মক দুর্ঘটনা ঘটল। সার্কল অফিসার আশুতোষ শিবম জানিয়েছেন, চলতি বছর বন্যার সময় সেতুর সামনের অংশ ভেঙে নদীতে তলিয়ে যায়। তারপর আবার সেতুর নির্মাণ শুরু হয়। যদিও জিপিএসে তা আপডেট করা ছিল না। সে কারণে সেতুটি যে সুরক্ষিত নয়, তা বুঝতে পারেননি চালক। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। তদন্ত চলছে।