শনিবার - ১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ - ১৮ই জিলহজ, ১৪৪৬ হিজরি

উত্তরপ্রদেশে ঘুমন্ত শিশুকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ, এনকাউন্টারে অভিযুক্ত নিহত

উত্তরপ্রদেশে ঘুমন্ত শিশুকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ, এনকাউন্টারে অভিযুক্ত নিহত

 

ঘুমন্ত ৩ বছরের শিশু কন‍্যাকে ফুটপাত থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ভারতের গ। তদন্তে নেমে অভিযুক্তকে শনাক্ত করে কয়েকঘন্টার মধ‍্যেই” এনকাউন্টার” করল পুলিশ। শুক্রবার (৬ জুন) ভোরে এই এনকাউন্টারের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। জানা যায়, বুধবার (৪ জুন) রাতে উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ে একটি মেট্রো স্টেশনে দিনমজুর বাবা, মায়ের সঙ্গে ঘুমাচ্ছিল শিশুটি। অভিযোগ, গভীর রাতে এক দুস্কৃতী তুলে নিয়ে যায় শিশুটিকে। রাতে সন্তানকে পাশে দেখতে না পেয়ে টহলরত পুলিশকে খবর দেন তাঁরা। আশপাশের এলাকায় শিশুটির খোঁজ শুরু করা হয়। এরপর একটি ফাঁকা জায়গা থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয় শিশুটিকে। বর্তমানে হাসপাতালে ভর্তি করা হয় শিশুটিকে। হাসপাতাল সূত্রে প্রকাশ, শিশুটির শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। গোপনাঙ্গে গভীর ক্ষত রয়েছে। অত‍্যাচারের জেরে শিশুটির শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। এদিকে এই ঘটনার পর ডেপুটি পুলিশ কমিশনার (সেন্ট্রাল জোন) আশিস শ্রীবাস্তবের নেতৃত্বে দল গঠন করা হয়। অভিযুক্তের খোঁজ দিতে পারলে ১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়। এদিকে অভিযুক্তের খোঁজে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। সিসিটিভি ফুটেজে একটি স্কুটারে করে শিশুকন‍্যাকে তুলে নিয়ে যেতে দেখা যায়। এরপরই স্কুটারের নম্বর প্লেট দেখে অভিযুক্ত দীপক ভার্মাকে চিহ্নিত করে পুলিশ জানায়, দেবীকেড়া এলাকায় লুকিয়ে রয়েছে অভিযুক্ত। শুক্রবার (৬ জুন) ভোরে এই এলাকায় তল্লাশি চালায় পুলিশ। ডিসিপি ( সেন্ট্রাল জোন) জানান, ” অভিযুক্তকে আত্মসমর্পণ করতে বলা হয়। কিন্তু পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন তিনি। এরপরই আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় পুলিশ। সেই সময় গুলিবিদ্ধ হন অভিযুক্ত। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।”

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn