
উত্তরপ্রদেশে কৃষকনেতা সহ ৩ জনকে গুলি করে খুন
ট্রাক্টরকে রাস্তা ছাড়েনি মোটর বাইক। অতি সামান্য এই ঘটনায় বাইক আরোহী ৩ জনকে গুলিতে ঝাঁজরা করে দিল ট্রাক্টর সওয়ারিরা। চাঞ্চল্যকর এই ঘটনাটি সংগঠিত হয়েছে ভারতের উত্তরপ্রদেশের ফতেহপুর জেলায়। ঘটনার জেরে মৃত্যু হয়েছে কৃষকনেতা পাপ্পু সিং, তাঁর পুত্র অভয় সিং ও পাপ্পুর ভাই রিংকু সিংয়ের। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে এলাকা প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। জানা যায়, মঙ্গলবার (৮ এপ্রিল ) সকালে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে ফতেহপুরের হাতগাম থানা এলাকার তাহিরাপুর মোড়ের কাছে। এদিন ভাই ও ছেলেকে সঙ্গে নিয়ে বাইকে করে কোথাও যাচ্ছিলেন পাপ্পু সিং। ওই একই রাস্তা ধরে ট্রাক্টরে করে আসছিলেন এলাকার প্রাক্তন পঞ্চায়েত প্রধান মন্নু সিং তাঁর সহযোগীরা। অভিযোগ, ওই ট্রাক্টরকে রাস্তা না ছাড়ার অভিযোগে রাস্তাতেই পাপ্পুর সঙ্গে বচসা বাধে মন্নুর। সেই সময় হঠাৎ বন্দুক নিয়ে বাইকে আরোহীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়ে অভিযুক্ত। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের। ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো ফুঁসে ওঠেন এলাকাবাসী। পুলিশ দেহ উদ্ধার করতে এলে দেহ আটকে অভিযুক্ত মন্নু ও তাঁর সহযোগীদের গ্রেফতারের দাবিতে সরব হন গ্রামবাসীরা। ব্যাপক ক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকে। অপরদিকে সংবাদমাধ্যম সূত্রে প্রকাশ, পাপ্পু সিংয়ের মা রামদুরালি সিং বর্তমানে ওই এলাকার পঞ্চায়েত প্রধান। এই পরিবারের সঙ্গে মন্নু সিংয়ের পরিবারের বিবাদ দীর্ঘদিনের। তদন্তকারীদের অনুমান, মঙ্গলবার (৮ এপ্রিল ) সকালে রাস্তার মাঝে বচসার সময় পুরনো বিবাদ থেকেই এই হামলা চালায় মন্নু। এই হত্যাকান্ডের অভিযোগে মন্নু সিং সহ মোট ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় গ্রামে নতুন করে যাতে অশান্তি না ঘটে তার জন্য ফতেহপুরের পুলিশ সুপার ও আশেপাশের বেশ কয়েকটি থানা থেকে পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে এলাকায় উপস্থিত হন। এলাকায় পুলিশ ক্যাম্প বসানোর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Post Views: ৫০