![](https://dainikanandabarta.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
উত্তরপ্রদেশের হরদোইয়ে বাস ও গাড়ির সংঘর্ষে ৫ জন নিহত
ভারতের উত্তরপ্রদেশের হরদোই জেলায় বাস ও গাড়ির সংঘর্ষে প্রাণ হারালেন ৫ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। সোমবার (২৫ নভেম্বর ) ভোরে এই দুর্ঘটনাটি ঘটেছে। হরদোই পূর্বের এসিপি নৃপেন্দ্র কুমার বলেছেন, ” আমরা খবর পাই, মালওয়া থানা এলাকায় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বাসে ধাক্কা মারে। দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে ও ৪ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হতাহতরা একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। তাঁদের বোলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বাসে ধাক্কামারে। সবাই বাঘৌলি থেকে কানপুর ফিরে যাচ্ছিলেন। ভয়ংকর এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আহতদের সুস্থতাকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
Post Views: ৬৯