বুধবার - ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ - ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ - ২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি

উত্তরপ্রদেশের লখনউয়ে চলন্ত বাসে আগুন, ঝলসে প্রাণ গেল ২ শিশু সহ ৫ জনের

উত্তরপ্রদেশের লখনউয়ে চলন্ত বাসে আগুন, ঝলসে প্রাণ গেল ২ শিশু সহ ৫ জনের

 

বিহার থেকে দিল্লি যাওয়ার পথে উত্তরপ্রদেশের লখনউয়ের মোহনলালগঞ্জ এলাকায় চলন্ত বাসে আগুন ধরে মৃত্যু হল ৫ জনের। আহত বেশ কয়েকজন। বৃহস্পতিবার (১৫ মে) ভোরে ঘটনাটি ঘটেছে। সেই সময় যাত্রীরা ঘুমোচ্ছিলেন। পথচারীরাই প্রথমে আগুন লাগার বিষয়টি দেখতে পেয়ে চালককে সতর্ক করার চেষ্টা করেছিলেন। কিন্তু ওই অবস্থাতেই চালক বাসটিকে এক কিলোমিটার নিয়ে যান বলে অভিযোগ। পুলিশ সূত্রে প্রকাশ, বাসের চালক এবং কন্ডাক্টর পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি চলছে। এক প্রত‍্যক্ষদর্শী জানিয়েছেন, বাসটিতে মুহুর্তের মধ‍্যে আগুন জ্বলে যায়। চালক এবং কন্ডাক্টর বাস ফেলে পালান। বাসের দরজা না খোলায় ভিতরে আটকে পড়েছিলেন যাত্রীরা। অনেক আবার প্রাণ বাঁচাতে বাসের জানালা ভেঙে লাফ মারেন। কিন্তু বাসের পিছনের দিকে কয়েকজন আটকে পড়েন। ঝলসে মৃত্যু হয় তাঁদের। মৃতদের মধ‍্যে ২ জন মহিলা, ২ শিশু এবং ১ জন পুরুষ রয়েছেন। উত্তরপ্রদেশের লখনউ দক্ষিণের ডেপুটি পুলিশ সুপার নিপুণ আগরওয়াল জানান, ” বৃহস্পতিবার (১৫ মে) ভোর ৫টায় মোহনলালগঞ্জ থানায় খবর আসে একটি স্লিপার বাসে আগুন লেগেছে। বাসটি বিহারের বেগুসরাই থেকে দিল্লি যাচ্ছিল। এই ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। কয়েকজন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে চিকিৎসার ব‍্যবস্থা করা হয়েছে।” বাসে আগুন লাগার খবর পেয়ে দমকল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থলে এসে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn