রবিবার - ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

উজিরপুর উপজেলার সাতলার ঘেরের মাছ লুট ও হামলার ঘটনা মামলার প্রধান আসামি গ্রেপ্তার।

উজিরপুর উপজেলার সাতলার ঘেরের মাছ লুট ও হামলার ঘটনা মামলার প্রধান আসামি গ্রেপ্তার।

 

বরিশালের উজিরপুর উপজেলার সাতলার ঘের থেকে মাছ লুট ও হামলার ঘটনা ঘটে। এ ঘটোনায় হামলার শিকার ভূক্তভুগীরা উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতা মোঃ মিজানুর রহমান সহ ২ জন কে গ্রেপ্তার করেন উজিরপুর মডেল থানা পুলিশ।

গত (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ ঘটিকার সময় এঘটনাটি ঘটে।

আওয়ামীলীগ নেতা মোঃ মিজানুর রহমান (মিজান) মিয়া ও তার ভাই মোঃ মনিরুজ্জামান (মাথাকাটা মনির) পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ায় স্বস্তি ফিরে এসেছে বলে জানান সাতলাবাসী। উল্লেখ্য উপজেলার সাতলা সমন্বিত মৎস্য ঘের নামে ৩শত একর জমি একটি মাছের ঘের খোলা ডাকের মাধ্যমে মোঃ মোস্তফা মিয়াসহ ১০ জনে ক্রয় করেন। তবে গত ৪ ডিসেম্বর বেলা সাড়ে ১১ টায় প্রায় ৩ লক্ষ টাকার মাছ ধরে বিক্রি করার জন্য মোঃ ইশ্রাফিল বালী,রিপন হাওলাদার,মোঃ আতিয়ার বিশ্বাস, নসিমন চালক আজাদ বিশ্বাস, হাফিজুর রহমান মিয়া,জাকির মিয়া মিলে হারতা বাজারে নসিমন গাড়ি যোগে রওয়ানা হয়ে সাতলা নয়াকান্দি বাজারের উত্তর সুইজ গেট নামক স্থানে পৌঁছামাত্র দক্ষিন সাতলা গ্রামের মৃত আমজেদ কালাই মিয়ার ছেলে সাতলা ইউনিয়ন আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোঃ মিজান মিয়া,মোঃ জাহিদুল ইসলাম মিয়া, মনির হোসেন মিয়া, মেয়ে মোসাঃ মমতাজ বেগম ও মিজানের স্ত্রী মোসাঃ রুবিনা বেগমসহ অজ্ঞাত ৪/৫ জন মিলে পরিকল্পিত হামলা চালায় এবং প্রায় ৩ লক্ষ টাকার মাছ লুট করে নিয়ে যায়।

বিষয়টি পুলিশকে অবহিত করলে উজিরপুর মডেল থানা ওসি তদন্ত তৌহিদুল এর নেতৃত্বে এস আই আলম খান এস আই বিনয় সহ ঘটনাস্থলে গিয়ে ৯৯৯ ফোন ও মাছের গাড়ি বাড়িতে ক্যানো জানতে চাইলে মিজান মিয়া সন্তোষ জনক কোন উত্তর বা কোন প্রমান দেখাতে না-পারায় লুটকৃত মাছ উদ্ধার করে এলাকার গন্যমান্য দের জিম্মায় দিয়ে আসেন। ঘেরের মাছ লুট ও হামলার ঘটনায় ভুক্তভোগী মোস্তফা মিয়া বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মিজানুর রহমান মিয়া ও জাহিদ, মনিরুজ্জান মনির,রুবিনা বেগম,নুসরাত বেগমসহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি মোঃ মিজানুর রহমান ও তার ভাই মনিরুজ্জামান মনিরকে ৯ ডিসেম্বর সকালে উজিরপুর মডেল থানা পুলিশ গ্রেফতার করে। এ ব্যপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান, হামলার ঘটনার মামলার প্রধান আসামি মিজানুর রহমান ও তার বড় ভাই মনিরুজ্জামান মনিরকে গ্রেফতার করে বরিশাল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এদিকে মামলাবাজ,ভূমিদস্যু,জোড়া খুনসহ একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগের দোসর মিজানুর রহমান মিয়া ও তার ভাই মনিরুজ্জামানকে গ্রেফতার করায় স্বস্তিতে সাতলাবাসী। অপরদিকে গ্রেফতারকৃতদের কঠোর বিচারের দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn