
কক্সবাজার উখিয়া উপজেলাধীন জ্ঞানসেন বৌদ্ধ ভিক্ষু শ্রামণ প্রশিক্ষণ সাধনা কেন্দ্রের ২৫৬৭ বুদ্ধবর্ষ পূর্তি উপলক্ষ্য বুদ্ধ জয়ন্তী ও মহাথেরো অভিধা (১. জ্যোতি:পাল থেরো,২. কে.শ্রী.জ্যোতি:সেন থেরো,৩. জ্যোতি:প্রজ্ঞা থেরো,৪. জ্যোতি:লংকার থেরো ও ৫. জ্যোতি:লায়ন থেরো), বৃত্তি প্রদান, অষ্টপরিস্কারসহ মহা সংঘদান ও বৌদ্ধ সম্মেলন ২০২৩ সম্পন্ন হয়েছে।
কক্সবাজার উখিয়া শৈলেরঢেবা চন্দ্রোদয় বুদ্ধ বিহার চত্বরে এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে সকাল থেকে নানা আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠান মালা শুরু হয়। জ্যোতিঃসুমিত্র শ্রামণের উপসম্পদ লাভ শৈলেরঢেবা পাসাম সীমায় বিনয় সম্পন্ন ভাবে (তত ভিক্ষুত লাভ) পরে বরিত স্থবিরদেরকে নিয়ে আসন বরণ করে অনুষ্ঠান শুরু হয়।
এতে সভাপতিত্ব করেন রুমখাঁ মহাজন পাড়ার মৈত্রী বিহারের অধ্যক্ষ এস ধর্মপাল মহাথেরো, প্রধান সদ্ধর্মদেশক ছিলেন উত্তর জলদী শ্মাশান ভুমি প্রজ্ঞাদর্শন ধ্যান কেন্দ্রের পরিচালক জ্ঞানেন্দ্রিয় মহাথেরো,বিশেষ সদ্ধর্মদেশক ছিলেন চন্দনাইশ বৌদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদ সভাপতি ধর্মনন্দ মহাথেরো,উদ্ধোধন করেন বিশ্বজ্যোতি মিশন কল্যাণ ট্রাস্ট’র চেয়ারম্যান জ্যোতিঃপ্রিয় থেরো, ঞানাবাচা মহাথেরো, বিমলজ্যোতি মহাথেরো, ইন্দ্রবংশ মহাথেরো, ব্রক্ষপুত্র মহাথেরো, শাসনপ্রিয় মহাথেরো, জ্যোতিঃধর্ম থেরো, সুমনপ্রিয় ভিক্ষু প্রমুখ।
শুরুতেই মঙ্গলাচরণ করেন জ্যোতিঃসত্য ভিক্ষু, উপস্থাপনায় ছিলেন জ্যোতিঃমঙ্গল । সংঘদান শেষে মহান পূজনীয় ভিক্ষুসংঘ ও উপাসক- উপাসিকা বৃন্দ মধ্যাহ্ন ভোজন গ্রহণ করেন।
বেলা দুপুর ১ টায় বরিত স্থবিরদেরকে নিয়ে সীমায় পবিত্র বিনয় বিধান মতে মহাথেরো অভিধা সম্পন্ন করা হয়। মহাথেরো অভিধা লাভি পরম শ্রদ্ধেয় পূজনীয় কুশলায়ন মহাথেরো মহোদয়ের প্রাণ প্রতিম শিষ্যদেরকে নিয়ে অনুষ্ঠান মণ্ডপে এনে অনুষ্ঠান মালা আরম্ভ হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ শাসনপ্রিয় মহাথেরো, প্রধান সদ্ধর্মদেশক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ড. সংঘপ্রিয় মহাথেরো, বিশেষ সদ্ধর্মদেশক ছিলেন রামু প্রজ্ঞামিত্র ভিক্ষু-শ্রামণ প্রশিক্ষণ ও সাধনা পরিষদ, পরিচালক শীলমিত্র থেরো, কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ প্রতিষ্ঠাতা সভাপতি ও লেখক প্রাবন্ধিক প্রজ্ঞানন্দ থেরো,অনুষ্ঠান উদ্ধোধন করেন কক্সবাজার সদর হাসপাতাল সহকারী রেজিস্ট্রার (,স্বাস্থ্য) ডাঃ উত্তর কুমার বড়ুয়া, শুরুতেই পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণ করেন জ্যোতিঃকর্ম ভিক্ষু।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জ্যোতিঃকুশল ভিক্ষু ও তাপসসেন ভিক্ষু, অনুষ্ঠানে সকাল এবং বিকেলে সংগীত পরিবেশন করেন কুশলায়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী বৃন্দ গানটি রচনা ও সুর করেন ভালুকিয়া তুলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক উপাসক রত্নসেন বড়ুয়া। পরে মহাথের অভিধায় অভিষিক্ত পঞ্চরত্নকে “জ্ঞানসেন বৌদ্ধ ভিক্ষু-শ্রামণ প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্র” থেকে মহাথের অভিধা সনদ প্রদান এবং বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা ও বিভিন্ন স্থান থেকে এসে বিভিন্ন জনে নানা ভিধো দিয়ে সম্মাননা প্রদান করা হয়। এবং শাসনবংশ প্রভাতি সদ্ধর্ম শিক্ষা নিকেতন পরিচালিত বৌদ্ধ ধর্মীয় বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদেরকে বৃত্তি প্রধান করেন কুশলায়ন মহাথেরো।পঞ্চরত্ন মহাস্থবির বরণ থেকে অভিমত প্রকাশ করেন সংঘ সমাজের আইডল কে শ্রী জ্যোতিঃসেন মহাথেরো,বক্তব্য রাখেন উদযাপন পরিষদের সভাপতি জ্যোতিঃশান্ত থেরো।