শনিবার - ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ২২শে রমজান, ১৪৪৬ হিজরি

ঈদ ফ্যাশন রানওয়ে ২০২৫ : ঢাকা ও চট্টগ্রামের জনপ্রিয় মডেলদের ফ্যাশন শো

ঈদ ফ্যাশন রানওয়ে ২০২৫ : ঢাকা ও চট্টগ্রামের জনপ্রিয় মডেলদের ফ্যাশন শো

চট্টগ্রামে ঈদ ফ্যাশন রানওয়েতে ঝড় তুললেন তারকা মডেলরা চট্টগ্রামের পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু বে ভিউ’র মেজবান হল। নিয়ন আলোয় ঝলমলে মঞ্চ ঘিরে আমন্ত্রিত সহস্রাধিক দর্শক। সেই মঞ্চে ঢাকার তারকা মডেলদের অংশগ্রহনে একের পর এক বর্ণাঢ্য ফ্যাশন কিউতে ঝড় তুললো লামোর ইভেন্ট আয়োজিত ফ্যাশন এন্ড বিয়ন্ড সিজন-৪। বুধবার (২৬ ফেব্রুয়ারী) রাতে রেডিসনে লামোর ইভেন্টসের আয়োজনে অনুষ্ঠিত হয় ‘বিউটাইন রিভাইব প্রেজেন্টস ফ্যাশন এন্ড বিয়ন্ড’ সিজন -৪ ‘ঈদ ফ্যাশন রানওয়ে ২০২৫।
এতে তারকা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল নুসরাত ফারিয়া। ফ্যাশন কিউ শুরুর আগে ফিতা কেটে ফ্যাশন প্যারেডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানস্থলে আভিজ্ঞান এবং স্টাইলের অনন্য মেলবন্ধন ঘটে । গ্ল্যামার, সৌন্দর্য এবং নতুন ফ্যাশন ট্রেন্ডের অসাধারণ সংমিশ্রণে এই আয়োজন যেন হয়ে ওঠে ইদের আগে এক স্মরণীয় মুহূর্ত। শীর্ষ ১০ ডিজাইনারের কালেকশন, তারকাদের উপস্থিতি এবং ঝলমলে পরিবেশে দর্শকরা ছিল মন্ত্রমুগ্ধ।
ঢাকা ও চট্টগ্রামের জনপ্রিয় সব ফ্যাশন ব্র্যান্ডের পোশাকে ঢাকা ও চট্টগ্রামের তারকা মডেলরা ১০টির অধিক ফ্যাশন কিউতে অংশ নেন। জনপ্রিয় উপস্থাপক ও অভিনেতা ইমতু রাতিশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবাসিক প্রতিষ্ঠান সিপিডিএল প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন। বিশেষ অতিথি ছিলেন বারকোড গ্রুপের চেয়ারম্যান মঞ্জুরুল হক। এ আয়োজনে টাইটেল স্পনসর বিউটাইন রিভাইভ, পাওয়ারড বাই স্পন্সর ছিল ব্লুমুন ফ্যাশন, প্লাটিনাম স্পনসর মেগামার্ট, ডায়মন্ড স্পনসর রিয়েল ডায়মন্ড, মেকাপ পার্টনার আর্ট
এন্ড বিউটি, গোল্ড স্পনসর বারকোড রেস্টুরেন্ট গ্রুপসহ আরও দেশের নামকরা বিভিন্ন প্রতিষ্ঠান।
অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন লামোর ইভেন্ট ও ওয়েডিং ভো’স-এর সাদ শাহরিয়ার, সাফায়েত সাকি, সাইফ শোয়েব এবং অ্যাটায়ার ক্লাবের আরিফুর রহমান ও মাহমুদুর রহমান। তারা জানান, প্রত্যেকের অক্লান্ত প্রচেষ্টায়, এই ইভেন্টটি দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রির জন্য এক নতুন যুগের সূচনা করেছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn