সোমবার - ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ঈদ উপহার বিতরণ 

ঈদ উপহার বিতরণ

 

ঈদ মানেই আনন্দ, ঈদ মানে খুশি। এই খুশি সবার মধ্যে ছড়িয়ে দিতে বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের আহ্বানে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি করেছে রাজধানীর মিরপুর বন্ধুসভা। ২৫ মার্চ তিনটায় রাজধানীর মিরপুরের উষা শিক্ষা নিকেতন স্কুল মাঠে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদের বাজার খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়।

উপহার বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র বিজ্ঞ আইনজীবী ব্যারিস্টার আশরাফ রহমান, উষা শিক্ষা নিকেতন স্কুল কমিটির সভাপতি মো. নুরুল আমিন, মিরপুর বন্ধুসভার উপদেষ্টা মো. রুবেল হোসেন ও সাবেক সভাপতি অপূর্ব বড়ুয়া।

ব্যারিস্টার আশরাফ রহমান বলেন, ‘মানবিক কাজ ও সমাজে মানবিক মানুষ তৈরি করতে মিরপুর বন্ধুসভা কাজ করছে। এই সহমর্মিতর ঈদ তারই একটি অংশ। বন্ধুরা নিজেদের জমানো অর্থ দিয়েই এই কর্মসূচি করছে এটা জেনে খুবই ভালো লাগছে। এই কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট থেকে যারা কাজ করছে, তাদের ধন্যবাদ জানাই।

মো. নুরুল আমিন বলেন, যারা অর্থের অভাবে সুন্দর জামাকাপড় পরিধান করতে পারে না, ভালো খাবার খেতে পারে না; সেসব মানুষের পাশে দাঁড়িয়েছে মিরপুর বন্ধুসভা। এটা ভালো লাগার কাজ। প্রথম আলো বন্ধুসভার এই মানবিক কাজ অব্যাহত থাকুক।

মো. রুবেল হোসেন বলেন, বন্ধুরা তাঁদের অর্থ ও শ্রম দিয়ে মহৎ কাজগুলো করে যাচ্ছেন, যা প্রশংসার দাবিদার।

মিরপুর বন্ধুসভার সাবেক সভাপতি অপূর্ব বড়ুয়া বলেন, তাদের হাস্যোজ্জ্বল মুখগুলো মনে প্রশান্তি বয়ে আনে। সহমর্মিতার ঈদের মতো প্রতিনিয়ত সামাজিক ও মানবিক কাজ করে যাচ্ছে মিরপুর বন্ধুসভা। মানবিক মানুষ তৈরি করাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য। সেই পথেই বন্ধুরা এগিয়ে যাচ্ছে।

এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে সমন্বয়ক হিসেবে কাজ করেছেন সহ-সভাপতি আশিকুর রহমান, সাধারণ সম্পাদক যুবাইর বীন আহমদ ও দপ্তর সম্পাদক মাসুরা আক্তার নদী। এছাড়াও কাজে সহযোগিতা করেছেন তথ্যপ্রযুক্তি সম্পাদক মুহীত রহমান ও সাবেক সহ-সভাপতি স্বদেশ বিশ্বাস জয়ন্ত।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn