শুক্রবার - ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ - ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ - ৮ই শাবান, ১৪৪৬ হিজরি

ঈদ আনন্দে বাবার ভূমিকা

ঈদ আনন্দে বাবার ভূমিকা
মো : মামুন মোল্যা
কোরবানি কয় দিন বাকি
দিবে না কোন ফাঁকি,
মেয়েদের একটু তে হয় না
মেহেদি জামা পাখি।
বড় ছেলের ছোট্ট আবদার
জামা,প্যান্ট,জুতা,
 গরু কিনতে নিতে হবে
যদিও খাই গুঁতা।
ছোট্ট ছেলে ঈদের আনন্দে
ধরে কিছু বায়না,
বাবা সেলামি দিবে কিন্তু
একটুও ভুল না।
বউ ওগো খোকার বাবা
 কিছু চাই না,
একটি শাড়ি,বাজার সদাই
আনতে কিন্তু ভুলনা।
সবার চাহিদা পুরান করতে
খাই হিম-শিম,
পুরাতন জামা লুঙ্গি পরনে
মুখে হাসি অসীম।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn