
ঈদুল ফিতর উপলক্ষে শায়েস্তাগঞ্জে নুরপুর ইউপিতে কয়েক হাজার পরিবারের মাঝে ভিজিএফ এবং জিআর চাল বিতরণ করেন চেয়ারম্যান ও মেম্বাররা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ৭নং নুরপুর ইউনিয়নে সরকারের পক্ষ থেকে কয়েক হাজার পরিবারের মাঝে ১০ কেজি করে বিনামূল্যে ভিজিএফ এবং জিআর চাল সুষ্ঠু ভাবে বিতরণ করেছেন চেয়ারম্যান ও প্রত্যেক ওয়ার্ডের মেম্বাররা । শনিবার (২২ মার্চ) সকাল ১০ টা থেকে সারাদিন ব্যাপী ৭নং নুরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ২০২৪ – ২০২৫ অর্থ বছরে মানবিক সাহায্য কর্মসূচির আওতায় এসব চাল বিতরণ করা হচ্ছে । উক্ত কর্মসূচিতে অসহায় এক নারীর হাতে ১০ কেজি ভিজিএফ চাল তুলে জননন্দিত বার বার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল এ কর্মসূচি উদ্বোধন করেন । উদ্বোধন সময় প্রত্যেক ওয়ার্ডের মেম্বার সহ ইউপি পরিষদের প্রশাসনিক কর্মকর্তা – কর্মচারীরা ছিলেন ।