
ইসলামিক যুব ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রিয় পরিষদের সচিব এস এম আবু সাদেক সিটু বলেছেন- রাজনীতিতে এখন আদর্শের খরা চলছে। আত্ম ও দলকেন্দ্রিকতার অশুভ প্রভাব-বলয়ে আবদ্ধ হয়ে পড়েছে প্রায় সকল রাজনীতিক। ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি এখন মূখ্য হওয়ায় গণআকাংখা গুমরে মরছে। গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশমান ধারা রূদ্ধ হয়ে যাওয়ায় সর্বত্র ন্যাক্কারজনকভাবে অনিয়ম- দুর্নীতির বিস্তৃতি ঘটেছে। অস্বাভাবিকভাবে সয়াবিন তৈল ও চিনির মূল্য বৃদ্ধির গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন- সাধারণ মানুষ দুর্ভোগ- ভোগান্তি তথা অবাঞ্ছিত বিড়ম্বনার শিকার হবে। তাই তিনি সয়াবিন তৈল ও চিনির মূল্যে পূনর্মূল্যায়নের জন্য সরকারের নিকট জোর দাবি জানান।
ইসলামিক যুব ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম জেলার উদ্যোগে ৫ মে ২৩ইং শুক্রবার বিকেল ৩ টায় চট্টগ্রাম জেলাস্থ সালমা ভবন দলীয় কার্যালয়ে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন। ইসলামিক যুব ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার আহবায়ক যুবনেতা কাজী মুহাম্মদ আহসানুল আলম এর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামিক যুব ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রিয় পরিষদের সচিব এস এম আবু সাদেক সিটু। বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরীর আহবায়ক লায়ন কাজী মুহাম্মদ আলা উদ্দীন আজাদ , চট্টগ্রাম দক্ষিণ জেলার আহবায়ক এম আবদুল মালেক রেজভী, আহমদ রেজা , এম ইউসুফ কবির ,নুরুল আলম ,জামাল উদ্দিন, ফরিদুল হক , কাউসারুল ইসলাম সোহেল,মিজবাহুল ইসলাম, রাশেদুল ইসলাম রাসেল, মুরশেদ রেজা কাদেরী, শহিদুল ইসলাম,মাসরুর রহমান প্রমুখ ।