
গত ৩রা জুন শনিবার সকাল ১০ টায় কক্সবাজার সুগন্ধা বীচ হোটেল কক্স হিলটন এর সম্মেলন কক্ষে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামিক যুব ফ্রন্ট বাংলাদেশ এবং ইসলামী ছাত্র সেনা কক্সবাজার জেলার সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা দলের কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সচিব আলহাজ্ব অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ মফিজুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব জননেতা স, ম,হামেদ হোসাইন। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এম, ইব্রাহিম আখতারী, কেন্দ্রীয় নেতা আলহাজ্ব এম ওয়াহেদ মুরাদ, আলহাজ্ব শওকত আজিজ, প্রধান বক্তা ছিলেন ইসলামিক যুব ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় সদস্য সচিব যুবনেতা আবু সাদেক চিটু, যুবনেতা আলহাজ্ব আহমদ রেজা, যুবনেতা খ, ম,জামাল উদ্দিন, যুবনেতা মুহাম্মদ এনামুল হক এনাম,ছাত্রনেতা ইন্জিনিয়ার মুহাম্মদ রাসেল। কক্সবাজার জেলার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে আলহাজ্ব মাওলানা মুহাম্মদ সুলতানুল আলম, আলহাজ্ব মুহাম্মদ ফরিদুল হক, আলহাজ্ব মাওলানা আজিজুর রহমান আলকাদেরী, আলহাজ্ব মাওলানা জয়নাল আবেদীন, আলহাজ্ব মাওলানা জিয়াউর রহমান জিয়া, মুহাম্মদ মফিজুর রহমান প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এককভাবে তিনশত আসনে নির্বাচন করবে তবে নিরপেক্ষ ও স্বাধীন নির্বাচন কমিশন এর অধীনে। সেই জন্য সারাদেশের তৃনমুল পর্যায়ের নেতা কর্মীদেরকে সাংগঠনিক কর্মকা- আরো জোরদার করার আহবান জানান।