শনিবার - ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ - ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ - ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ইসলামপুরে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ 

জামালপুরের ইসলামপুরে ঝড়ে ক্ষতিগ্রস্ত ২ হাজার ৪০০ পরিবারের মাঝে মাথাপিছু ২০ হাজার টাকা করে ৪ কোটি ৮০ লাখ টাকার চেক বিতরণ উদ্বোধন করেছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি।
বুধবার(১৪ জুন) স্থানীয় ফরিদুল হক খান অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. তানভীর হাসান রুমানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,  জেলা পরিষদ সদস্য মজিবুর রহমান শাজাহান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক লাল মিয়া,ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম,যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক সরকার,সরদার জাকিউল হক প্রমুখ।
উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখা সুত্র জানান,  মাননীয় প্রধানমন্ত্রীর মন্ত্রনালয়ের অর্থায়নে বিশেষ উপহার হিসাবে গত ১৬ মে রাতে প্রলয়নকারী কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ২ হাজার ৪০০পরিবারের মাঝে মাথাপিছু ২০ হাজার টাকা করে ৪ কোটি ৮০ লাখ টাকা পর্যায়ক্রমে বিতরণ করা হবে।
উপজেলা প্রকল্পবাস্তবায়ন অফিসার মেহেদী হাসান টিটু জানান, তারই ধারা বাহিকতায় (১৪ মে) বুধবার পৌর শহরে এলাকায় ঝড়ে ক্ষতিগ্রস্ত  ৯০০ পরিবারের মধ্যে ২০ হাজার টাকা করে এক কোটি ৮০ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn