ইপিআই কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ৬মাস থেকে ৫বছরের কম বয়সী প্রত্যেক শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠান হামজারপাড়াস্থ নিবন্ধিত ইপিআই টিকাদান কেন্দ্রে গতকাল ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হয়।
এতে উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের আজীবন সদস্য সাংবাদিক এম. রমজান আলী। ক্যাম্পেইনের সার্বিক দায়িত্বে ছিলেন স্বাস্থ্য সহকারী সূবর্ণা ঘোষ, পরিবার কল্যান সহকারী সুদিতা বড়ুয়া, সাথী মুৎসুদ্দী, এনজিও কর্মী শাপলা বড়ুয়া। উক্ত এলাকায় কমিনিটি ক্লিনিকে আরো কর্মরত দায়িত্বে ছিলেন পিসিএইচ সি.পি. প্রিয়াসা বড়ুয়া ও শামীমা আকতার। উক্ত ইপিআই সেন্টারে ৬মাস বয়স থেকে ১১মাস ৩০ জন, ১২ থেকে ৫৯মাস ২৩৮ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়।
Post Views: ১৫৬