বুধবার - ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ - ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে রমজান, ১৪৪৬ হিজরি

ইন্দুরকানীতে সাংবাদিকদের হুমকি, প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

ইন্দুরকানীতে সাংবাদিকদের হুমকি, প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন

 

পিরোজপুরে এলজিইডির হাজার কোটি টাকার দূর্ণীতির বিষয়ে তথ্য চাওয়ায় সাংবাদিকদের ডান্ডাবাড়ির (লাঠি দিয়ে পিটানো) হুমকি দিলেন ইন্দুরকানী উপজেলা প্রকৌশলী লায়লা মিথুন।

যার প্রতিবাদে রবিবার মানববন্ধন করেছে ইন্দুরকানীর স্থানীয় সাংবাদিকরা।

পিরোজপুরে এলজিইডির হাজার কোটি টাকার দূর্ণীতির তদন্তে গত বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুদক টিম আসেন ইন্দুরকানীতে। এসময় উপজেলা প্রকৌশলী লায়লা মিথুন তাদের সাথে ছিলেন।

গত বৃহস্পতিবার উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে গিয়ে স্থানীয় দৈনিক মানব কন্ঠের সাংবাদিক লায়লা মিথুন এর কাছে দুদক টিমের তদন্তের বিষয়ে জানতে চান। এসময় লায়লা মিথুন তথ্য না দিয়ে উত্তেজিত হয়ে সাংবাদিকদের ডান্ডার বাড়ি দেয়ার হুমকি প্রদান করেন।

এ ঘটনার প্রতিবাদে রবিবার দুপুরে ইন্দুরকানী উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের সামনে ঘন্টা ব্যাপি মানববন্ধন করেন ইন্দুরকানী প্রেসক্লাবের সাংবাদিকরা।

মানব বন্ধনে বক্তারা বলেন, পিরোজপুরে এলজিইডির প্রায় ১৭শ কোটি টাকা লোপাটের প্রকল্পের অংশ ইন্দুরকানীতেও রয়েছে। ২০২০ সাল থেকে তিনি ইন্দুরকানী উপজেলা প্রকৌশলীর পদে কর্মরত রয়েছেন। গত পাঁচ বছরে ইন্দুরকানীতে ইফতি ট্রেডার্সের লুটপাটের সহযোগি ছিলেন লায়লা মিথুন।

এসয়ম বক্তারা আওয়ামী সরকারের দোসর উপজেলা প্রকৌশলী লায়লা মিথুনকে আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার পূর্বক বিভাগীয় শাস্তির দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন, ইন্দুরকানী প্রেসক্লাবের সভাপতি খান মোঃ নাসির উদ্দিন, সাবেক সভাপতি এইচ এম ফারুক হোসাইন, এম. আহসানুল ছগির, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান খান, আল আমিন হোসেন, মোঃ নাসির উদ্দিন, রাকিবুল ইসলাম, ইউপি সদস্য রফিকুল ইসলাম প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn